Chandrakona: নাইন এম এম পিস্তল দেখিয়ে শাসানি, বউয়ের অভিযোগে শ্রীঘরে স্বামী

Chandrakona: বড় আকনা গ্রামের বাসিন্দা মঙ্গল ভুঁইঞা তাঁর স্ত্রী বুলটি। বেশ কয়েক বছর আগেই তাঁদের বিয়ে হয়েছে। কিন্তু তাঁদের সংসারে অশান্তি লেগেই থাকত বলে প্রতিবেশীরা জানাচ্ছেন।

Chandrakona: নাইন এম এম পিস্তল দেখিয়ে শাসানি, বউয়ের অভিযোগে শ্রীঘরে স্বামী
গ্রেফতার যুবকImage Credit source: TV9 Bangla

| Edited By: Sharath S

May 16, 2025 | 4:29 PM

পশ্চিম মেদিনীপুর: আগ্নেয়াস্ত্র দেখিয়ে স্ত্রীকে হুমকি।  স্বামীর বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ মহিলা। অভিযোগ পেয়েই নাইন এমএম পিস্তল-সহ পুলিশের হাতে পাকড়াও গৃহবধূর স্বামী। গ্রেফতার স্বামীর আরও এক বন্ধু। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণার বড়আকনা গ্রামের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড় আকনা গ্রামের বাসিন্দা মঙ্গল ভুঁইঞা তাঁর স্ত্রী বুলটি। বেশ কয়েক বছর আগেই তাঁদের বিয়ে হয়েছে। কিন্তু তাঁদের সংসারে অশান্তি লেগেই থাকত বলে প্রতিবেশীরা জানাচ্ছেন। অভিযোগ, বিভিন্ন সময় মঙ্গল তাঁর স্ত্রীকে মারধর করতেন। এমনকি কয়েকদিন আগে আগ্নেয়াস্ত্র দেখিয়েও স্ত্রীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

গৃহবধূ চন্দ্রকোনা থানার পুলিশকে বিষয়টি জানায় , স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ দ্রুত তদন্ত নেমে অভিযুক্ত মঙ্গল ও তার এক বন্ধুকে গ্রেফতার করে। আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে। চন্দ্রকোণা থানার পুলিশ সূত্রে খবর, একটি নাইন এমএম পিস্তল উদ্ধার হয়েছে, কিন্তু কোথা থেকে সে এই পিস্তল পেল, তা জানার চেষ্টা করছে পুলিশ।

শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট। সবার আগে রেজাল্ট জানতে এখনই নথিভুক্ত করে ফেলুন এই ফর্মে-