Chandrakona: রাত হলেই শিব মন্দির-কালী মন্দিরে এ কী ঘটছে! চোখ কপালে এলাকাবাসীর

Ashim Bera | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 24, 2025 | 9:46 PM

Chandrakona: জানা গিয়েছে, রাতের অন্ধকারে কিয়াগেড়িয়া এলাকায় পরপর ৩ টি মন্দিরে তালা ভাঙা হয়েছে। মন্দিরে থাকা সোনা-রুপোর গহনা সহ পুজোর সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। ঘটনায় তুমুল চাঞ্চল্য এলাকায়।

Chandrakona: রাত হলেই শিব মন্দির-কালী মন্দিরে এ কী ঘটছে! চোখ কপালে এলাকাবাসীর
মন্দিরে এ কী ঘটছে?
Image Credit source: Tv9 Bangla

Follow Us

চন্দ্রকোনা: রাত হয়েছে। সেই মতো সকলেই শুয়ে পড়েছেন। কিন্তু পরের দিন ভোর হতেই চিল চিৎকার। শুরু হয়ে গেল হইচই। রাত হলে এমন ঘটনা কীভাবে ঘটছে? এখনও ভাবতেই পারছেন না এলাকাবাসী। জানা যাচ্ছে, একই এলাকায় রাতের অন্ধকারেই পরপর তিনটি মন্দিরে তালা ভেঙে দুঃসাহসিক চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কিয়াগেড়িয়া এলাকায়।

জানা গিয়েছে, রাতের অন্ধকারে কিয়াগেড়িয়া এলাকায় পরপর ৩ টি মন্দিরে তালা ভাঙা হয়েছে। মন্দিরে থাকা সোনা-রুপোর গহনা সহ পুজোর সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। ঘটনায় তুমুল চাঞ্চল্য এলাকায়। স্থানীয় বাসিন্দাদের মতে, কিয়াগেড়িয়া এলাকায় পঞ্চগ্রামি শিতলানন্দ শিব মন্দিরে ছিল প্রায় এক কেজির মত রুপোর গহনা। সঙ্গে ছিল বেশ কিছু সোনার গহনা ও পুজোর সামগ্রী।

তবে শুধু শিব মন্দির নয়। অন্যদিকে, একই এলাকায় থাকা গ্রামের একটি শিতলা মন্দিরেও চুরি হয়। এলাকাবাসীর দাবি, শীতলা মন্দিরে থাকা তিনটি পিতলের বিগ্রহ সহ সোনা ও রুপোর গহনা চুরি হয়। এলাকার মনুষের অভিযোগ, রাতে ইলেকট্রিক বন্ধ করে একসঙ্গে  চুরির ঘটনা ঘটানো হয়েছে। খবর দেওয়া হয়েছে চন্দ্রকোনা থানায়। স্থানীয় বাসিন্দা সন্তু বোরা বলেন, “সকালে আমি মাঠ থেকে আসছিলাম। সেই সময় শুনি পাশের পাড়ার শীতলা মন্দিরে চুরি হয়েছে। আবার আমার বাড়ির পাশের শিব মন্দিরেও চুরি হয়েছে। সব গহনা, ত্রিশুল চুরি করে নিয়ে গিয়েছে।”