
পশ্চিম মেদিনীপুর: পঞ্চম দফায় ভোটের আগে প্রকাশ্য তৃণমূল কাউন্সিলরের স্বামীর ‘দাদাগিরি’র ভিডিয়ো! (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা) বিজেপির প্রচার গাড়ি আটকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। কাউন্সিলরের স্বামীর পাল্টা দাবি, মিথ্যা রটাচ্ছে বিজেপি। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড অযোধ্যা এলাকার।
বিজেপির অভিযোগ, শনিবার প্রচারের শেষ মুহূর্তে বিজেপির একটি টোটো গাড়ি ওয়ার্ডে মাইকিং প্রচার চালাচ্ছিল চন্দ্রকোণার অযোধ্যা এলাকায়। তাঁদের প্রচারে গাড়ি আটকায় তৃণমূলের ওয়ার্ড কাউন্সিলর সোমা কোলের স্বামী সৌমিত্র কোলে। কমিশনের নিয়ম অনুযায়ী, সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রচারের শেষ সময়। অভিযোগ, তার আগেই তাঁদের প্রচারের গাড়ি আটকে বাধা দেওয়া হয়। ওয়ার্ডে কোনও প্রচার চলবে না বলে ‘দাদাগিরি’ও দেখান কাউন্সিলরের স্বামী।
প্রচারে গাড়ি আটকানোর খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপির চন্দ্রকোণা-২ মন্ডলের সহ সভাপতি অতনু সাঁতরা সহ নেতারা। বিজেপি নেতাদেরও কাউন্সিলরের স্বামী ধমক দেন বলে অভিযোগ।
তৃণমূল কাউন্সিলরের ‘দাদাগিরি’র ভিডিয়ো নিজেদের মোবাইলে তুলে রাখেন করেন বিজেপির কর্মীরা। বিজেপির দেওয়া সেই ভিডিয়োতে কাউন্সিলরের স্বামীর দাদা গিরি ও বিজেপির মণ্ডল- সহ সভাপতি ও কর্মীদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়াতে দেখা যায় তৃণমূল কাউন্সিলরের স্বামী সৌমিত্র কোলেকে। ঘটনাকে ঘিরে দু’পক্ষের বচসা ও উত্তেজনার সৃষ্টি হয়। যদিও পরে বিজেপির প্রচার গাড়ি সহ নেতৃত্ব ওয়ার্ড ছেড়ে চলে আসে।
বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলরের স্বামী সৌমিত্র কোলে। তিনি বলেন,”তেমন কিছুই হয়নি,বিজেপি ইচ্ছাকৃত ভাবে এইসব গন্ডগোল পাকাচ্ছে আর রটাচ্ছে।”
২০মে পঞ্চম দফায় ভোট আরামবাগ লোকসভা কেন্দ্রে। এই লোকসভা কেন্দ্রে অন্তর্ভুক্ত চন্দ্রকোণা পৌরসভায় ১৮ তারিখ ছিল প্রচারের শেষ দিন। আর প্রচারের শেষ দিনের সন্ধ্যায় তৃণমূল কাউন্সিলরের স্বামীর ‘দাদাগিরি’র ভিডিয়ো প্রকাশ্য আসতেই ভোটে উত্তেজনার পারদ চড়ছে চন্দ্রকোণায়।