AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chandrokona School: ‘বন্ধু চল…’, অনিয়মিত পড়ুয়াদের ফেরাতে এবার তাদের সহপাঠীদের নিয়েই অভিনব উদ্যোগ শিক্ষকদের

Paschim Medinipur School: ১৬ তারিখের পর থেকেই স্কুল খোলার পর থেকেই দেখা গিয়েছে, বেশিরভাগ ছাত্রছাত্রীরাই স্কুলে আসছে না। পড়ুয়াদের স্কুলমুখো করতে শিক্ষকরাই তাদের বাড়ি পৌঁছে যেতেন।

Chandrokona School: 'বন্ধু চল...', অনিয়মিত পড়ুয়াদের ফেরাতে এবার তাদের সহপাঠীদের নিয়েই অভিনব উদ্যোগ শিক্ষকদের
করোনা বিধি মেনেই স্কুল খোলার কতা বলছেন চিকিৎসকেরা। (ফাইল ছবি)
| Edited By: | Updated on: Dec 09, 2021 | 10:26 AM
Share

পশ্চিম মেদিনীপুর: সহপাঠীরা আসছে না স্কুলে, একাধিকবার স্কুল শিক্ষকের বাড়ি বাড়ি গিয়ে আবেদন করলেও সাড়া পাওয়া যায়নি। তাই সহপাঠীদের স্কুলে ফেরাতে বাড়ি বাড়ি ছুটছে শিক্ষকদের সঙ্গে স্কুল পড়ুয়ারাও।

করোনা আতঙ্ক কাটিয়ে রাজ্য সরকারের ঘোষণা মতোই স্কুল খুলে বিপাকে পড়েছেন বিভিন্ন স্কুলের শিক্ষকরা। ছাত্রছাত্রীরা স্কুলমুখী করবার জন্য রীতিমতো ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি যেতে হচ্ছে শিক্ষকদের। এবারে নতুন বিপাকে পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার টুকুরিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা।

১৬ তারিখের পর থেকেই স্কুল খোলার পর থেকেই দেখা গিয়েছে, বেশিরভাগ ছাত্রছাত্রীরাই স্কুলে আসছে না। পড়ুয়াদের স্কুলমুখো করতে শিক্ষকরাই তাদের বাড়ি পৌঁছে যেতেন। অভিভাবকদের বুঝিয়ে ছাত্র-ছাত্রীদের স্কুলের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করলেও এক দুই দিন পর যেই কে সেই অবস্থা! অর্থাত্ স্কুলে যাওয়া বন্ধ।

শিক্ষকরা জানাচ্ছেন, তাঁরা স্কুলের নানান কাজ সামলে পড়ুয়াদের বাড়ি যেতেন। কিন্তু সেখান থেকে তাঁদের শুনতে হত নানান অজুহাত। পড়ুয়ারা তো আসতই না, বরং থলি ভর্তি অজুহাত নিয়েই ফিরতেন। তাই এবার ওই সকল পড়ুয়াদের স্কুলমুখো করতে অভিনব উদ্যোগ শিক্ষকদের।

‘বেস্ট ফ্রেন্ড’ যদি স্কুলে আসে, তাহলে তোমার আসতে অসুবিধা কোথায়?’ ঠিক এই বিষয়টাই বোঝাতে এবার সহপাঠীদের সঙ্গে নিয়েই স্কুলছুট পড়ুয়াদের ফেরাতে উদ্যোগী শিক্ষকরা। সহপাঠীরা গিয়ে বোঝাচ্ছে, “বন্ধু তুই চল, ভুল করিস না…”

বৃহস্পতিবার ছাত্র-ছাত্রীদের নিয়ে টুকুরিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা এই উদ্যোগ নিয়েছেন। স্কুল খোলার আগেই সকাল সকাল অনিয়মিত স্কুলে আসা পড়ুয়াদের ফেরাতে অনান্য পড়ুয়াদের নিয়ে শিক্ষকরা বাড়ি বাড়ি পৌছে যাচ্ছেন। বন্ধুদের আবেদনে সাড়া দিয়ে স্কুলে ফেরার প্রতিশ্রুতি দিচ্ছে পড়ুয়ারা।

এক জন শিক্ষক বলেন, “আমরা অনেক শিক্ষকই বারবার ওদের বাড়ি গিয়ে বুঝিয়েছি। ওরা সাময়িক বুঝত, স্কুলেও আসত। তারপর আবার আসা বন্ধ করে দিত। তাই আবার যাওয়া শুরু করেছিলেম। তবে এবার আমাদেরই কয়েকজন পড়ুয়ারা বলল, স্যার আমরাও যাব আপনাদের সঙ্গে। ওদের বুঝিয়ে বলব। তাই ওরাও যাচ্ছে। কাজ হচ্ছে তাতে।”

আরেক ছাত্রী বলেন, “আমরা এখন স্যারদের সঙ্গে বন্ধুদের বাড়িতে যাচ্ছি। সহপাঠীদের বাড়িতে যাচ্ছি। তবে আমরা গিয়ে বুঝিয়ে বোলাতে, ওরা স্কুলে আসবে বলেছে।”

স্কুলের অনিয়মিত এক পড়ুয়া বলেন, “আমাদের বন্ধুরা এসেছিল, ওরা বলল স্কুলে যেতে, ভাল ক্লাস হচ্ছে। আমরা এবার থেকে স্কুলে যাব। ”

আরও পড়ুন: Paschim Medinipur: গরুর পরিচর্যা করতে করতেই দিন যাচ্ছে পুলিশের, চোর ধরবে কী!

আরও পড়ুন: কংগ্রেসের পতাকা লাগালে প্রাণনাশের হুমকি, কাঠগড়ায় তৃণমূল! উত্তপ্ত ২৬ নম্বর ওয়ার্ড