Divorce Case: কার স্বামী? আদালত চত্বরে এক যুবককে নিয়ে টানাটানি ২ যুবতীর

Ashim Bera | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 01, 2023 | 8:34 PM

Divorce Case: খোঁজ খবর নিতেই সামনে এল সম্পর্কের জটিল ধাঁধা। যুবকের নাম প্রশান্ত কয়ারি। সম্পর্কের অঙ্ক বুঝতে গেলে ফিরে যেতে হবে বছর কয়েক আগে।

Divorce Case: কার স্বামী? আদালত চত্বরে এক যুবককে নিয়ে টানাটানি ২ যুবতীর
দুই স্ত্রীর সঙ্গে প্রশান্ত
Image Credit source: TV9 Bangla

Follow Us

ঘাটাল: আদালত চত্বরে দাঁড়িয়ে আছেন এক যুবক। এক হাত ধরে রীতিমতো টানছেন এক যুবতী। আর এক হাত ধরে শাড়ির আঁচলে মুখ চেপে চুপ করে দাঁড়িয়ে আছেন আর এক যুবতী। দুজনেই নাকি ওই যুবকের স্ত্রী! সময় গড়াতেই নাটক আরও চরমে ওঠে। পুলিশকে ফোন, কলার ধরে টানাটানির দৃশ্য দেখতে আদালত চত্বরে কার্যত ভিড় জমে যায়। প্রশ্ন একটাই, স্বামী কার? মঙ্গলবার সকালে এমনই ঘটনা ঘটল ঘাটাল আদালতে। কাণ্ড দেখতে জড়ো হন আইনজীবীরাও।

এক স্ত্রীর সঙ্গে ডিভোর্স, আর এক মহিলাকে বিয়ে! আবার প্রথম স্ত্রীর দ্বিতীয় বিয়ের পর পুরনো সম্পর্কে নতুন মোড়! খোঁজ খবর নিতেই সামনে এল সম্পর্কের জটিল ধাঁধা। যুবকের নাম প্রশান্ত কয়ারি। সম্পর্কের অঙ্ক বুঝতে গেলে ফিরে যেতে হবে বছর কয়েক আগে।

২০১৯ সালে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার ছোটবালা গ্রামের বাসিন্দা প্রশান্ত কয়ারির সঙ্গে বিয়ে হয় দাসপুরের খেপুত উত্তরবাড়ের বাসিন্দা মৌসুমী চক্রবর্তীর। বিয়ের মাস কয়েক পরে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করেন প্রশান্ত। তাঁর দ্বিতীয় স্ত্রী ঘাটাল থানার হরেকৃষ্ণপুরের বনানী হড়। বনানীর সঙ্গে সংসার চলছিল প্রশান্তর। অন্তঃসত্ত্বাও হন বনানী। তার মাস ছয়েক পরই শুরু হয় বিবাদ। প্রশান্তর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে বাপের বাড়ি চলে যান বনানী। এক পুত্র সন্তানের জন্ম হয় সেখানে, এখন তার বয়স ৭ মাস।

এ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু সম্প্রতি নতুন মোড় প্রশান্তর সম্পর্কের সমীকরণে। এরই মধ্যে গল্পে ঢুকে পড়েছে আরও এক চরিত্র। জানা গিয়েছে, প্রশান্তর সঙ্গে বিচ্ছেদের পর সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেন মৌসুমীও। প্রশান্তর প্রথম স্ত্রীর সেই দ্বিতীয় স্বামীর নাম প্রসেনজিৎ রায়। গত জুন মাসেই বিয়ে হয়েছে তাঁদের। বিয়ের ঠিক ১৬ দিন পর বাপের বাড়ি যান মৌসুমী। তারপরই বেপাত্তা! নতুন শ্বশুরবাড়িতে আর দেখা নেই মৌসুমীর। প্রসেনজিতের দাবি, তিনি খোঁজ নিয়ে জানতে পারেন সেই প্রশান্তর কাছেই ফিরে গিয়েছেন মৌসুমী।

প্রশান্ত-মৌসুমীর পুরনো সম্পর্কে নতুন জোয়ার! প্রসেনজিতের কাছে দুজনের দাবি, ডিভোর্স দিয়ে দাও মৌসুমীকে। সেই ডিভোর্সের আবেদনের জন্য মঙ্গলবার আদালত চত্বরে হাজির হন প্রশান্ত, মৌসুমী ও প্রসেনজিৎ। কিন্তু বনানী? তিনি জানতেই পারেননি এসব! খবর পেয়ে তিনিও এদিন ছুটে যান আদালত চত্বরে। তারপরই শুরু হয় টানাটানি। বনানীর করা অভিযোগের ভিত্তিতে আদালত চত্বরে হাজির হয় ঘাটাল থানার পুলিশ। প্রশান্তকে আটক করে নিয়ে যাওয়া হয়।

Next Article