
ডেবরা: চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ। শোরগোল ডেবরায়। কাঠগড়ায় গৃহশিক্ষক। অভিযোগ পেতেই ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই পঞ্চাশোর্ধ ওই গৃহশিক্ষকের কাছে পড়ছিল নাবালিকা। তাঁর বিরুদ্ধেই উঠেছে এই গুরুতর অভিযোগ।
রোজকার মতো মঙ্গলবারও পড়িয়েছিলেন ওই গৃহশিক্ষক। কিন্তু, টিউশন শেষে মেয়ের পোশাক দেখে সন্দেহ হয় মায়ের। তখনই কান্নায় ভেঙে পড়ে ওই নাবালিকা। মায়ের কাছে সবটা খুলে বলে। মেয়ের মুখে যৌন নির্যাতনের কথা শুনে আর কালবিলম্ব করেনি পরিবারের সদস্যরা। সোজা ডেবরা থানার দ্বারস্থ হন। গৃহশিক্ষকের নামে দায়ের হয় লিখিত অভিযোগ।
অভিযোগ পেতেই অ্যাকশন নেয় পুলিশ। প্রথমে আটক করা হয়। চলে জিজ্ঞাসাবাদ। কিন্তু, সেই সময় তাঁর কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে বলে পুলিশ সূত্রে খবর। শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করে পুলিশ। পকসো আইনে রুজু হয়েছে মামলা। বুধবারই ধৃতকে মেদিনীপুর আদালতে পাঠায় ডেবরা থানার পুলিশ। তাঁর কঠোর শাস্তির দাবিতে সরব নাবালিকার পরিবারের সদস্যরা। খবর চাউর হতেই শিক্ষকের নামে নিন্দায় সরব এলাকার লোকজন। তাঁরাও চাইছেন শাস্তি।