শালবনি: দুপুর তখন তিনটে কী সাড়ে তিনটে। হঠাৎই শালবনি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সটান ঢুকে পড়েন মহিলা ওয়ার্ডে। খোঁজ খবর নেন রোগীদের। এরপর তিনি পৌঁছন হাসপাতালের প্রসূতি বিভাগে। সেখানে ভর্তি হওয়া সদ্যোজাত শিশু ও মায়েদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী। শুধু কী তাই! শনিবার হাসপাতালে মুখ্যমন্ত্রীকে দেখা গেল অন্য মেজাজে। আদুরে গলায় একরত্তিদের নামের পরামর্শ দেন তিনি।
আজ হাসপাতালের প্রসূতি বিভাগের প্রতিটি বেডের সামনে যান মমতা। সেখানে ভর্তি থাকা মায়েদের জিজ্ঞাসা করেন নবজাতকদের নাম কী দিয়েছেন। একজন মাকে প্রশ্ন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘তোমার নাম কী?’ উত্তরে ওই মহিলা বলেন, ‘সংগীতা’। তখনই মুখ্যমন্ত্রীর পরামর্শ ‘তাহলে সন্তানের নাম সঞ্চিতা রাখো।’ ঠিক তার পাশের বেডের আরও একমহিলার কাছে যান তৃণমূল নেত্রী। সদ্যোজাতর নাম ঠিক করেছেন নাকি জানতে চান। এরপর বলেন, ‘ওর নাম বীরবাহা রাখলে কেমন হয়? পরক্ষণেই বলেন, নাহ বীরবাহা একজন রয়েছে। তাহলে ওর নাম অঙ্কিতা কী সঞ্চিতা রাখো…’ পাশে থাকা চিকিৎসকও মহিলাকে সেই পরমর্শই দেন।
শুধু নাম রাখাই নয়, এ দিন শিশুদের কাছে গিয়ে তাদের সঙ্গে আদুরে গলায় কথাও বলেন মুখ্যমন্ত্রী। ‘কেমন আছ তোমরা…কী করছ শুয়ে…’ একরত্তিদের আদর করে হাসিমুখে বলতে থাকেন তিনি। কখনও আবার বলেন, ‘এই দেখো ও তো চোখ খুলে তাকিয়েছে…’
প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নব-জোয়ার’ কর্মসূচিতে যোগ দেন তিনি। শুক্রবার শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলার অভিযোগ ওঠে। একাধিক জামিন অযোগ্য দায়ের মামলাও রুজু করেছে ঝাড়গ্রাম পুলিশ। চারজন আটকও হয়েছেন। শুক্রবার রাতেই গোপীবল্লভপুরে অধিবেশন থেকে এই ঘটনা নিয়ে সুর চড়ান অভিষেক। এরপর আজ কর্মসূচিতে যোগ দেন মমতাও।