Weather: ভোররাত থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে, প্রভাব শুরু সাইক্লোনের!

Ashim Bera | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 30, 2024 | 10:31 AM

Weather: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, ঘাটাল, গড়বেতা সহ বিভিন্ন এলাকায় সকাল থেকে চলছে বৃষ্টি। এই বৃষ্টির ফলে চরম দুশ্চিন্তায় রয়েছেন জেলার কৃষকরা। তাঁদের দাবি এভাবে বৃষ্টি হলে পিছিয়ে যাবে আলু চাষ।

Weather: ভোররাত থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে, প্রভাব শুরু সাইক্লোনের!
ফাইল ছবি
Image Credit source: PTI

Follow Us

ঘাটাল: আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ, শনিবার বিকেলেই সমুদ্রের উপকূলে আছড়ে পড়তে পারে সাইক্লোন ফেইঞ্জল। বেশ কয়েকটি জায়গায় লাল সতর্কতাও জারি করা হয়েছে এই সাইক্লোনের জন্য। এরই মধ্যে শনিবার সকাল থেকে বদলে গিয়েছে রাজ্যের আবহাওয়া। সকাল থেকে সূর্যের মুখ দেখা যায়নি। কলকাতা সহ একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি।

যদিও সাইক্লোনের প্রভাব পড়ার কথা অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ুর উপকূলে। তবে বাংলার আকাশও মেঘলা সকাল থেকে। ভোররাত থেকে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। আর এই আবহাওয়ার খামখেয়ালিপনায় চরম দুশ্চিন্তায় কৃষকরা। পরপর বৃষ্টির জেরে গত এক বছরে চাষের ক্ষতি হয়েছে অনেক। মূল্যবৃদ্ধির জেরে সমস্যায় পড়তে হয়েছে মধ্যবিত্তকে। শীতের শুরুতেই এভাবে বৃষ্টি হওয়ায়, আবারও বাড়ছে আশঙ্কা।

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, ঘাটাল, গড়বেতা সহ বিভিন্ন এলাকায় সকাল থেকে চলছে বৃষ্টি। এই বৃষ্টির ফলে চরম দুশ্চিন্তায় রয়েছেন জেলার কৃষকরা। তাঁদের দাবি এভাবে বৃষ্টি হলে পিছিয়ে যাবে আলু চাষ। যে সমস্ত আলু কয়েকদিন ধরে লাগানো হয়েছিল, সেগুলি নষ্ট হয়ে যাবে। দ্বিগুণ দামে সার কিনতে হয়েছে, আলু বীজ কিনতে হয়েছে, ফলে সেগুলি নষ্ট হয়ে গেলে সমস্যায় পড়বেন কৃষকরা।

Next Article