Medinipur: ফের সোনার দোকানে রোমহর্ষক ডাকাতি, মালিক চেঁচাতেই চলল গুলি

Debabrata Sarkar | Edited By: সায়নী জোয়ারদার

Sep 29, 2023 | 2:04 PM

Kharagpur: স্থানীয় সূত্রে খবর, শুক্রবার গোলবাজার এলাকায় একটি সোনার দোকানে ডাকাতদল যায়। তারা গয়না কেনার অছিলায় ঢুকেছিল সেখানে। অভিযোগ, এরপরই দোকান মালিকের মাথায় বন্দুক ধরে শুরু করে লুঠপাট। ভয়ে চিৎকার করতে শুরু করেন দোকান মালিক।

Medinipur: ফের সোনার দোকানে রোমহর্ষক ডাকাতি, মালিক চেঁচাতেই চলল গুলি
মেদিনীপুরে সোনার দোকানে ডাকাতি।
Image Credit source: TV9 Bangla

Follow Us

মেদিনীপুর: রানাঘাট, পুরুলিয়ার পর এবার খড়গপুর। সোনার দোকানে ডাকাতি। আর সেখানেই চলল গুলি। রেলশহর খড়গপুরের গোলবাজারে শুক্রবার সকাল ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, একটি গাড়িতে চেপে পাঁচজনের একটি দল সোনার দোকানে যায়। খদ্দের সেজে ঢুকলেও দোকানে থাকা কর্মীদের সন্দেহ হয়। এরপরই তাঁরা ফোন ঘোরাতে শুরু করলে সেই খদ্দেররা স্বমূর্তি ধারণ করে।

বন্দুক, ভোজালি বের করে বলে অভিযোগ। ২ রাউন্ড গুলিও চালায়। এরইমধ্যে একটি দোকান মালিক আশিস দত্তর গায়ে লাগে বলে সূত্রের খবর। এদিকে মালিককে রক্ষা করতে গেলে ভোজালির কোপ মারা হয় দোকানের কর্মী অয়ন দত্তকে। এরপরই টাকা ও সোনা লুঠ করে পালিয়ে যায় ডাকাতদল। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মালিক ও ওই কর্মীকে। লক্ষাধিক টাকার গয়না লুঠ করে বলে অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর টাউন থানার পুলিশ। ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপারও। তবে দিনেদুপুরে এমন ঘটনায় এলাকার লোকজন শুধু নিরাপত্তাহীনতায়ই ভুগছেন না, ক্ষুব্ধও। নিরাপত্তার দাবিতে সরব হন তাঁরা। এলাকার সোনার ব্যবসায়ীরা দাবি তুলেছেন, এক সপ্তাহের মধ্যে দুষ্কৃতীদের ধরতে হবে। না হলে বড়সড় আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। এদিন এই ঘটনার পরপরই খড়গপুর শহরের সমস্ত সোনার দোকান বন্ধ করে রাখেন ব্যবসায়ীরা।

কিছুদিন আগেই আটজনের এক ডাকাতদল আগ্নেয়াস্ত্র নিয়ে নদিয়ার রানাঘাটে একটি সোনার গয়নায় ঢোকে। অস্ত্র দেখিয়ে গয়না নিয়ে চম্পট দিতে গেলে পুলিশের সঙ্গে কার্যত গুলির লড়াই চলে। অন্যদিকে পুরুলিয়াতেও নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে চলে ডাকাতি। আটজনেরই একটি দল পুরুলিয়ার নামপাড়ায় সোনার দোকানে খদ্দের সেজে ঢোকে। এরপরই আসল চেহারা বের করে।

Next Article