
পশ্চিম মেদিনীপুর: ডাইনিংয়ে রাতের খাওয়া দাওয়া সেরে সবে শোওয়ার ঘরে গিয়েছিলেন দম্পতি। ছেলেমেয়েরা পাশের ঘরে ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎই স্বামী-স্ত্রীর নাকে যায় পোড়া গন্ধ! মুহূর্তের মধ্যে বিপদ আঁচ করতে পারেন। বেডরুম দিয়ে বেরোতেই বুকটা ছ্যাৎ করে ওঠে তাঁদের। ডাইনিংয়ে দাউ দাউ করে জ্বলছে আগুন! নাকে আসছে পেট্রলের গন্ধ! কিন্তু পেট্রল আসল কোথা থেকে! ডাইনিংয়ে পেট্রল ঢেলে গোটা পরিবারকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। কোনওক্রমে সন্তানদের নিয়ে প্রাণে বেঁচেছেন দম্পতি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের দুর্গাপুর গ্রামের গণেশ পন্ডিতের বাড়িতে।
গণেশ পেশায় একজন সোনার কারিগর। এক ছেলে, এক মেয়েকে নিয়ে স্বামী স্ত্রীর সংখ্যা। গণেশের অভিযোগ, রাত দুটো নাগাদ হঠাৎ ঘুম ভেঙে দেখে দাউ দাউ করে জ্বলছে বাড়ির দোতালার ডাইনিং। বাড়ির দোতলার দুই রুমেই শুয়েছিল গণেশ ও তার পরিবারের সদস্যরা। আগুনের তীব্রতা এতটাই ছিল কোনক্রমে নীচে নেমে আসতে পারেনি। তারপরে কোনওক্রমে বাথরুম থেকে বালতি করে জল দিয়ে কিছুটা আগুন নিভিয়ে তড়িঘড়ি নীচে নেমে আসে। চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশীরা।
গণেশের আরও অভিযোগ, পেট্রল ঢেলে দিয়ে দেশলাই কাঠি দিয়ে আগুন জ্বালানো হয়েছিল, পুড়ে গিয়েছে বাড়ির বেশ কিছু আসবাবপত্র থেকে প্রয়োজনীয় নথি। পেট্রল দিয়ে আগুন ধরানোর এমনই কিছু তথ্য পেয়েছে গনেশ ও তার পরিবারের সদস্যরা । ইতিমধ্যে পুরো বিষয়টি তাঁরা দাসপুর থানায় জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। কিন্তু কেন কারা তাঁদের বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করেন, সে সম্পর্কেও অন্ধকারে পরিবার।