দাসপুর: রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার আগের দিনেই উত্তেজনা দাসপুরে। বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুরের পাশাপাশি দোকান লুটপাটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুধু তাই নয়, নাড়াজোলে বিজেপির দলীয় কার্যালয়ে চাবি ঝুলিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনাকে ঘিরে শুক্রবার বিকালের পর থেকে তপ্ত থাকে দাসপুর থানা নাড়াজোল এলাকার পরিস্থিতি।
জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকেই দাসপুর থানার নাড়াজোল ও কিসমত নাড়াজোল এলাকার একাধিক বিজেপির কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালায় এক দল দুষ্কৃতী। বাড়িতে বেপরোয়া ভাঙচুর চালানো হয়। তালা ঝুলিয়ে দেওয়া হয় নাড়াজোলে বিজেপির দলীয় কার্যালয়ে। অন্যদিকে ওই এলাকারই এক বীজ দোকানেও লুঠপাট চালানোর অভিযোগ ওঠে। বীজ দোকান মালিক কমল মাইতি জানান, তাঁর দোকান ভাঙচুর ও লুটপাট চালানো হয়ছে।
স্থানীয় বিজেপি নেতা ও বিজেপির ক্ষীরপাই মণ্ডল সভাপতি সবুজ মজুমদার জানান, ৯ ডিসেম্বর শনিবার চন্দ্রকোণার শ্রীনগরে শুভেন্দু অধিকারীর জনসভা। তারই প্রচারে নাড়াজোল জুড়ে বিজেপির তরফে মিছিল হয়। সেই মিছিলের পরই নাড়াজোল এলাকায় তৃণমূলের তরফে এই তাণ্ডব চালানো হচ্ছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই ঘটনাস্থলে দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। এলাকায় চলে টহল। তবে পুলিশি ধরপাকড়ের ভয়ে অনেক পুরুষই এলাকা ছেড়েছেন।
তবে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক তপন মাইতি বলেন,
“আজকের এই ঘটনায় জড়িত তৃণমূলের নেতা কর্মীদের পুলিশ না গ্রেফতার করলে আগামীতে বড়সড় আন্দোলনে নামবে দল।” তবে এই সমস্ত ঘটনা অস্বীকার করছেন তৃণমূল । বিধায়ক শীতল কপাটের বক্তব্য, “আমরা একটাই কথা বলব, তৃণমূল একমাত্র দল বদলা নয় বদল চাই। চব্বিশের নির্বাচনের আগেও এটাই হবে। আমরা বদলায় ভরসা নেই। যে কোনও রাজনৈতিক দল যে কোনও কর্মসূচি পারে। বিজেপির প্রচার মিছিলে কোনও ঘটনা ঘটেনি। মিথ্যাচার করছে।”