পশ্চিম মেদিনীপুর: কয়েকদিন ধরেই একটা পচা গন্ধ নাকে আসছিল এলাকাবাসীর। যত সময় এগোচ্ছিল, গন্ধ হচ্ছিল প্রকট। গন্ধের উৎস সন্ধানে প্রতিবেশীরা শুক্রবার একটি বাড়িতে যান। সেই বাড়ির ভিতর থেকেই গন্ধ বেরোচ্ছিল প্রকট। ভাল না ঠেকায় খবর দেন থানায়। পুলিশ গিয়ে বন্ধ ঘরের ভিতর থেকে বৃদ্ধ দম্পতির পচাগলা দেহ উদ্ধার করে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা রাণীচক এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শেখর মণ্ডল (৬৩) ও তাঁর স্ত্রী শিপ্রা মণ্ডল (৬১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকাবাসীরা বাড়ির ভিতর থেকে পচা গলা গন্ধ পান। তারপরেই জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পান খাটের উপর শুয়ে রয়েছেন বৃদ্ধ দম্পতি, ছড়িয়েছে দুর্গন্ধ। খবর দেওয়া হয় দাসপুর থানায়। পুলিশ গিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে বৃদ্ধ দম্পতির পচা গলা মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, দু’জনেই শোওয়ার ঘরে বিছানায় খাটের উপর শুয়েছিলেন।
মৃতের ভাইপো সন্দীপ মণ্ডলের থেকে জানা যায়, তাঁর কাকা কাকিমা দু’জনেই বাড়িতে থাকতেন। তাঁদের কোনও সন্তান নেই। পুলিশ সূত্রে খবর, মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান স্বামী স্ত্রী আত্মহত্যা করেছেন। প্রতিবেশীরা জানাচ্ছে, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ওই দম্পতি। আর তা থেকে মানসিক অশান্তি। চিকিৎসার জন্য বেশ কিছু টাকা ঋণও হয়ে গিয়েছিল অনেকের কাছে। সেই অবসাদ থেকেই আত্মহত্যা বলে মনে করছেন তদন্তকারীরা।