
ঘাটাল: খাঁকি পোশাক গায়ে, হাতে ধারাল অস্ত্র নিয়ে রাজ্য সড়কের ধারে ঝোপজঙ্গল সাফাই করছেন পুলিশ অধিকারিকরা। রাজ্য সড়কের ধার ভরে উঠেছে আগাছায়। আর সেই কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তাই দুর্ঘটনা কমাতেই এবার আগাছা পরিষ্কারের কাজে হাত লাগাল পুলিশ।
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সুলতান নগর-গোপীগঞ্জ রাজ্য সড়কের ধারে আগাছা ভরে উঠেছে বর্ষাকালে। প্রতিনিয়ত রাজ্য সড়কে ঘটছে দুর্ঘটনা। তবে এদিনের ছবি দেখে প্রথমে থমকে যান পথচলতি মানুষজন।
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে দাসপুর পুলিশের উদ্যোগে রাজ্য সড়কের ধারে থাকা আগাছা পরিষ্কার করা হল মঙ্গলবার। রাজ্য সড়কে যাতায়াতের সময় রাজ্য সড়কের ধারে আগাছায় ভরে ওঠার কারণে যানবাহন চলাচলে অসুবিধা হয়। পাশাপাশি রাজ্য সড়কে চলাচল করতেও অসুবিধার মধ্যে পড়তে হচ্ছিল এলাকার মানুষজনকে। আগাছার জন্য রাস্তা দেখতে না পেরে প্রতিনিয়ত ঘটছিল দুর্ঘটনা।
এসডিপিও, ওসি, সিআই সকলেই করছেন এই কাজ। স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষদের দাবি, রাজ্য সড়কের পাশে বসবাসকারী মানুষজন ও বিভিন্ন যানবাহন মালিক সংগঠনের যে কাজ করা উচিত ছিল, সেই কাজ আজ করে দেখাচ্ছে দাসপুর পুলিশ। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষজন।
রাজ্য সড়কের ধারে আগাছা পরিষ্কার হলে আগামীতে অনেকটাই পথ দুর্ঘটনা কমবে বলে আশা করছেন এলাকার মানুষজন। এই বিষয়ে ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক দুর্লভ সরকার বলেন, “জেলা পুলিশের উদ্যোগে আমরা এই কাজ করছি, যাতে দুর্ঘটনা কমানো যায়।”