Daspur Suicide: পাড়ার দাদা-বন্ধুদের দেখে চুলের কাটিং করছিল, বাবা দেখার পরই যা কাণ্ড ঘটাল ছেলে…

Daspur Suicide: বাকিদের দেখে অন্যরকম চুল কেটে বাড়িতে এসেছিল শুভজিৎ। ছেলেকে বাড়িতে ওই চুলে দেখে রেগে গিয়েছিলেন শুভজিতের বাবা শ্যামপদ পোড়া।

Daspur Suicide: পাড়ার দাদা-বন্ধুদের দেখে চুলের কাটিং করছিল, বাবা দেখার পরই যা কাণ্ড ঘটাল ছেলে...
দাসপুরে আত্মঘাতী ছাত্র

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 11, 2022 | 11:19 AM

পশ্চিম মেদিনীপুর: বন্ধুরা সকলেই প্রায় সেই একই স্টাইলের চুল কেটেছিল। তা দেখে অষ্টম শ্রেণির ছাত্রটিও সেই একই ধরনের চুল কাটে। কিন্তু তার বাবার সেটা পছন্দ হয়নি। বকাবকি করেছিলেন। কিন্তু তার জেরে যে এমন সিদ্ধান্ত নেবে কিশোর, তা ঘটনার ঘণ্টা খানেক আগেও আঁচ করতে পারেননি পরিবারের সদস্যরা। চুলের অদ্ভুত কাটিং-এর জন্য বাবার বকুনির জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ছাত্র। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সালামপুরে। মৃত কিশোরের নাম শুভজিৎ পোড়া (১৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাকিদের দেখে অন্যরকম চুল কেটে বাড়িতে এসেছিল শুভজিৎ। ছেলেকে বাড়িতে ওই চুলে দেখে রেগে গিয়েছিলেন শুভজিতের বাবা শ্যামপদ পোড়া। সেদিন ছিল শুক্রবার। ছেলেকে বকাবকি করেন শ্যামপদ।তারপর রাতে একসঙ্গে খাওয়াদাওয়া করে শুতে চলে যান। শনিবার দুপুর পর্যন্ত পরিবারের সদস্যরা কিছু আঁচ করতে পারেননি। ছেলে একটু চুপচাপ ছিল। কিন্তু বাকিরা ভেবেছিলেন বাবার কাছে বকা খেয়ে ভয়ে চুপ রয়েছে। দুপুরে ঘরে একা ছিল শুভজিৎ। তাকে ডাকতে গিয়ে পরিবারের সদস্যরা দেখে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে ছাত্রটি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুভজিৎ দাসপুর-১ ব্লকের ব্রাহ্মণবসান হাইস্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। সবে তার বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। এলাকার দাদাদের অনুকরণ করে বিশেষ স্টাইলে চুল কাটার শখ হয় তার । বাড়িতে না জানিয়েই এলাকার একটি সেলুন থেকে চুলও কেটে আসে। তারপরই এই ঘটনা।