Medinipur: বিদ্যুতের খোলা তারে মৃত্যু হাওড়ায়, তারপরেও মেদিনীপুরের ছবিটা বদলাচ্ছে কোথায়?

Debabrata Sarkar | Edited By: জয়দীপ দাস

Aug 03, 2024 | 10:04 AM

Medinipur: প্রসঙ্গত, একদিন আগেই হাওড়ায় তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে পৌরবী দাস নামে ২২ বছরের এক ছাত্রীর। বাড়ি হাওড়ার মালিপাচঘড়া থানা এলাকার ভৈরব ঘটক লেনে। ওই ঘটনা নিয়ে শোরগোল চলছেই। তারমধ্যেই উদ্বেগ মেদিনীপুরে।

Medinipur: বিদ্যুতের খোলা তারে মৃত্যু হাওড়ায়, তারপরেও মেদিনীপুরের ছবিটা বদলাচ্ছে কোথায়?
উদ্বেগ বাড়ছে এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

মেদিনীপুর: খোলা তারে মৃত্যু হয়েছে হাওড়ায়। তারপরেও হুঁশ নেই প্রশাসনের। চিন্তা বাড়ছে মেদিনীপুরে। মেদনীপুর শহরের রিং রোড চত্বরে ইলেকট্রিকের খুঁটিতে চতুর্দিকে রয়েছে খোলা তার। বিপজ্জনকভাবেই ওই সব তার ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বলে জানাচ্ছেন এলাকার লোকজন। বৃষ্টির মধ্যেই যে কোনও সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। তাই দ্রুত ব্যবস্থা নিক প্রশাসন। চাইছেন বাসিন্দারা।  

এলাকার বাসিন্দা সুকুমার মাঝি বলছেন, “পুরসভার পুরো বিষয়টিতে নিয়ন্ত্রণ রাখা উচিত। কিন্তু, এখানে তো এখনও তার একেবারে রাস্তাতেই পড়ে রয়েছে। প্রশাসনের তরফে একটা গাফিলতি তো রয়েছে। যা অবস্থা তাতে যে কোনও সময় ঘটতে পারে। পৌরসভা সহ বিদ্যুৎ বিভাগের তদারকির প্রয়োজন তো অবশ্যই রয়েছে।” এরইমধ্যে এখনও রাজ্যের প্রায় সব জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুরেও। তাতেই বাড়ছে ভয়। 

প্রসঙ্গত, একদিন আগেই হাওড়ায় তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে পৌরবী দাস নামে ২২ বছরের এক ছাত্রীর। বাড়ি হাওড়ার মালিপাচঘড়া থানা এলাকার ভৈরব ঘটক লেনে। অভিযোগ, প্রবল বৃষ্টিতে হাওড়ার নানা প্রান্তে জমেছে জল। জল জমেছে পৌরবীদের এলাকাতেও। হাঁটু জল পার করেই চলছে যাতায়াত। বাড়ির সামনেই রয়েছে একটি বিদ্যুতের খুঁটি। এলাকার লোকজন বলছেন সেখান থেকেই ঝুলছিল একটি তার। তাতেই ঘটেছে বিপত্তি। ঘটনার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার লোকজন। 

Next Article