
পশ্চিম মেদিনীপুর: ভাসুরের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক। আর তাতে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন স্বামী! একেবারে স্বামী-সহ গোটা পরিবারকেই সরিয়ে ফেলার ছক কষেছিলেন তিনি! ভাতে বিষ মিশিয়ে পরিবারের সকলকে খাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে! মৃত্যু স্বামী, পরিবারের অন্যান্য সদস্যদের অবস্থাও আশঙ্কাজনক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরার সুভদ্রাপাঠ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’বছর আগে গোপীবল্লভপুরের রুমা দোলাইয়ের সঙ্গে প্রেম করে বিয়ে হয় ডেবরার বুদ্ধদেব দোলাইয়ের। বিয়ের পর ভালোই চলছিল সংসার। সম্প্রতি কন্যা সন্তানেরও জন্ম দেন রুমা।
পরিবারের দাবি, মাসখানেক আগে বুদ্ধদেবের পিসির ছেলে অর্থাৎ সম্পর্কে ভাসুর সঞ্জয় দোলাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন রুমা। বিষয়টি জানাজানি হতেই বুদ্ধদেব প্রতিবাদ করেন। এক মাসের মধ্যে একাধিকবার স্বামী-স্ত্রীর মধ্যে প্রচণ্ড অশান্তি হয়। কয়েকবার পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি।
অভিযোগ, এরপরই পরিবারের সদস্যদের খুনের পরিকল্পনা করেন তাঁরা। প্রায় ১০ দিন আগে বাড়িতে রান্না করা ভাতে বিষ মিশিয়ে খাওয়ানো হয় বুদ্ধদেব, তাঁর বাবা, মা, ঠাকুমা ও ভাইকে। নিজে সেই দিন মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েন রুমা।
রাতে পরিবারের প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়েন। চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশীরা। সকলকে দ্রুত ডেবরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বুদ্ধদেবকে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বর। অন্যরা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও শেষরক্ষা হয়নি বুদ্ধদেবের। বুধবার রাতে মৃত্যু হয় তাঁর।
এরপর বুদ্ধদেবের পরিবার ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে রুমা ও সঞ্জয়ের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ডেবরা থানার পুলিশ দু’জনকে গ্রেফতার করে।অভিযুক্তদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।