Debra: কুড়ুল দিয়ে কোপ, মামাকে খুনের অভিযোগ ভাগ্নের বিরুদ্ধে

Paschim Medinipur: স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃত মামার নাম ক্ষুদিরাম মুখি (৪৭)। এই মামার সঙ্গেই অভিযুক্ত ভাগ্নার দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। টাকা-পয়সা নিয়ে মারপিট হত উভয়ের। এলাকাবাসীর অভিযোগ, ভাগ্না প্রায় এসেই মদ্যপান করে এসে ঝামেলা করত।

Debra: কুড়ুল দিয়ে কোপ, মামাকে খুনের অভিযোগ ভাগ্নের বিরুদ্ধে
কুপিয়ে খুন Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 13, 2024 | 8:50 PM

ডেবরা: দীর্ঘ প্রায় একবছর কেটেছে। তবে মামা ও ভাগ্নার মধ্যে সম্পর্ক মধুর হয়নি। উল্টে তিক্ততা আরও বেড়েছে। তবে ফলাফল যে এতটা মারাত্মক হবে কেউ হয়ত ঠাউর করতে পারেনি। অভিযোগ, মদ পান করে এসে কুড়ুল দিয়ে মামাকে খুন ভাগ্নার। পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের চকবাজিত এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃত মামার নাম ক্ষুদিরাম মুখি (৪৭)। এই মামার সঙ্গেই অভিযুক্ত ভাগ্নার দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। টাকা-পয়সা নিয়ে মারপিট হত উভয়ের। এলাকাবাসীর অভিযোগ, ভাগ্না প্রায় এসেই মদ্যপান করে এসে ঝামেলা করত। এরপর শনিবার আজ সকালে মদ্যপ অবস্থায় এসে মামাকে টাকা চান। তবে মামা টাকা না দিতে পারায় মামাকে কুড়ুল দিয়ে কোপ মারে। মামার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে ভাগ্নাকে ধরে পাশের একটি বাঁশগাছে বেঁধে রাখে বলে অভিযোগ। খবর যায় ডেবরা থানায় খবর দেয়।

এ দিকে, ডেবরা থানার এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মদ্যপ ভাগ্নার শাস্তির দাবি জানিয়েছেন। এলাকার মানুষ পাশাপাশি প্রশাসনের কাছে মদের ঠেক গুলো বন্ধ করার ও আহ্বান জানিয়েছেন এলাকার বাসিন্দারা।