Debra: ‘সিরাপ দেওয়ার পরই খিচুনি’, শিশুমৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ

Debra: ওই অবস্থাতেই শিশুকে কোলে নিয়ে তার বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা এই ওয়ার্ড থেকে ওই ওয়ার্ড ঘুরতে থাকেন। কিন্তু অভিযোগ, সে সময়ে হাসপাতালে কোনও চিকিৎসক ছিলেন না।

Debra: সিরাপ দেওয়ার পরই খিচুনি, শিশুমৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ
ডেবরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে শিশু মৃত্যুর অভিযোগImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 28, 2023 | 12:30 PM

পশ্চিম মেদিনীপুর: বিনা চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পেট ব্যথা ও বমি ভাব নিয়ে বুধবার রাতে ডেবরা ব্লকের ৬ নং জলিমান্দা ঘোষক্ষিরা এলাকার এক বাসিন্দা তাঁর বছর চারেকের শিশুকে হাসপাতালে নিয়ে আসেন। শিশুর বাবার দাবি, হাসপাতালে প্রথমে একটি সিরাপ দেওয়া হয়। অভিযোগ, সেই ওষুধ খাওয়ার পর থেকেই শিশুটির খিচুনি শুরু হয়।

ওই অবস্থাতেই শিশুকে কোলে নিয়ে তার বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা এই ওয়ার্ড থেকে ওই ওয়ার্ড ঘুরতে থাকেন। কিন্তু অভিযোগ, সে সময়ে হাসপাতালে কোনও চিকিৎসক ছিলেন না। কর্তব্যরত নার্সকেই পুরো বিষয়টি জানান তিনি। কিন্তু অভিযোগ, তারপরও কোনও চিকিৎসা হয়নি।

পরিবারের দাবি, রাত ২ টো নাগাদ একজন চিকিৎসক যান। তিনি শিশুটিকে দেখে মৃত বলে ঘোষণা করেন। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মৃত শিশুর মা বলেন, “ছেলেটার চিকিৎসা হল না, চিকিৎসা পেলে আমার ছেলে বেঁচে যেত।”

ইতিমধ্যেই ডেবরা হাসপাতালের সুপারের কাছে ও থানাতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে ডেবরা থানার পুলিশ। শিশু মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে।