Paschim Medinipur: অজ্ঞাত পরিচয় ব্যাক্তির পচাগলা দেহ উদ্ধার, চাঞ্চল্য ডেবরায়

Paschim Medinipur: দেহ উদ্ধারের পর এলাকার বাসিন্দারাই খবর দেন পুলিশে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন ডেবরা থানার পুলিশ। প্রথামিক তদন্তে পুলিশের অনুমান কেউ বা কারা ওই ব্যক্তিকে খুন করে জমিতে ফেলে রেখে গিয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।

Paschim Medinipur: অজ্ঞাত পরিচয় ব্যাক্তির পচাগলা দেহ উদ্ধার, চাঞ্চল্য ডেবরায়
ঘটনায় শোরগোল এলাকায়Image Credit source: TV-9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Oct 24, 2023 | 12:58 PM

ডেবরা: দশমীর সকালে অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ডেবরায়। সূত্রের খবর, এদিন ডেবরা ব্লকের ৬ নম্বর জলিমান্দা এলাকার সিরমা পাটনা এলাকায় ধান জমিতে চাষের কাজে যাচ্ছিলেন এলাকার বাসিন্দারা। মাঠে যেতেই চোখ কপালে উঠে যায় স্থানীয় বাসিন্দাদের। দেখা যায় মাঠের মধ্যে পড়ে রয়েছে এক ব্যক্তির পচাগলা দেহ। কোমরে বাধা গামছা। যদিও ওই ব্যক্তি কে, কোথায় বাড়ি, কী পরিচয় কিছুই জানা যায়নি। দেহ উদ্ধারের পর তা নিয়ে ব্যাপক চাপানউতর তৈরি হয়েছে এলাকায়।

দেহ উদ্ধারের পর এলাকার বাসিন্দারাই খবর দেন পুলিশে।  খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন ডেবরা থানার পুলিশ। প্রথামিক তদন্তে পুলিশের অনুমান কেউ বা কারা ওই ব্যক্তিকে খুন করে জমিতে ফেলে রেখে গিয়েছে। কিন্তু, কী কারণে খুন তা এখনও স্পষ্ট নয়। দেহের ময়নাতদন্তের পর আরও নতুন কোনও সূত্র বের হয় কিনা এখন সেটাই দেখার। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদের। 

ঘটনায় গ্রামের বাসিন্দা দেবাশিস পাত্র বলেন, “পচাগলা অবস্থায় দেহটা পড়েছিল। মুখে, শরীরে পোকা, মাছি কিলবিল করছিল। কে, কোথা থেকে এসেছে, কে ফেলে গিয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। তবে লোকটা আমাদের এখানের নয়। কারণ আমাদের গ্রামের কেউ নিখোঁজ নেই। আশেপাশের গ্রামের কেউ নিখোঁজ হয়েছে বলে তো এখনও শোনা যায়নি।”