Dengue: ডেঙ্গির বলি মেদিনীপুরের যুবক, এক রাতেই সব শেষ!
Medinipur: জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন ৪৪ জন। জেলা স্বাস্থ্য দফতর সূত্রেই জানা গিয়েছে, মেদিনীপুর মেডিক্যাল কলেজে ২৮ জন, ঘাটাল হাসপাতালে ৮ জন, খড়গপুর হাসপাতালে ৪ জন, ডেবরা হাসপাতালে ৩ জন, শালবনি হাসপাতালে ১ জন ডেঙ্গি আক্রান্ত ভর্তি আছেন।
মেদিনীপুর: মেদিনীপুর শহরে ডেঙ্গিতে মৃত্যু। মৃত্যু হল ২৭ বছর বয়সি এক যুবকের। শহরের ভুইয়্যাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন তিনি। পুরপ্রধান সৌমেন খানের বক্তব্য সমস্তরকম ব্যবস্থাই নেওয়া হয়েছে। জেলা স্বাস্থ্য দফতর ও পুরসভা একইসঙ্গে কাজও করছে। তবে এরপরও পুরসভা এলাকায় ডেঙ্গি দু’জনের প্রাণ কেড়েছে বলে জানান তিনি। মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের এক বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার ভর্তি হন ওই যুবক। শুক্রবার দুপুরে মারা যান তিনি। এদিনই সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জেলাশাসক বৈঠক করেন। মেদিনীপুর পুরসভার পুরপ্রধান ও অন্যান্য আধিকারিকরাও সেখানে হাজির ছিলেন।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সারেঙ্গি বলেন, “জেলায় ডেঙ্গিতে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মেদিনীপুর শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন।” এর আগে গত ২ সেপ্টেম্বর চিড়িমারসাই এলাকার ৭৩ বছর বয়সী এক বৃদ্ধা মারা যান। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখনও অবধি জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৭৪৪ জন। শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন ৪৪ জন।
জেলা স্বাস্থ্য দফতর সূত্রেই জানা গিয়েছে, মেদিনীপুর মেডিক্যাল কলেজে ২৮ জন, ঘাটাল হাসপাতালে ৮ জন, খড়গপুর হাসপাতালে ৪ জন, ডেবরা হাসপাতালে ৩ জন, শালবনি হাসপাতালে ১ জন ডেঙ্গি আক্রান্ত ভর্তি আছেন। ক্রিটিক্যাল ইউনিটে আছেন ৩ জন। শুক্রবারের মৃত্যুর খবর সামনে আসতেই ওই বেসরকারি হাসপাতালে যান জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।