Dilip Ghosh: ‘ভুল মাস্টারের হাতে হাতেখড়ি নিলে ভুল শিখবেন’, রাজ্যপালকে ‘গাইড’ দিলীপের

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jan 26, 2023 | 11:44 AM

CV Ananda Bose: রাজ্যপালের উদ্দেশে দিলীপের বার্তা, 'যদি ভুল মাস্টারের হাত ধরে বাংলা শেখেন, তাহলে তো ভুলই শিখবেন। ঠিকঠাক মাস্টার চয়ন করুন।'

Dilip Ghosh: ভুল মাস্টারের হাতে হাতেখড়ি নিলে ভুল শিখবেন, রাজ্যপালকে ‘গাইড’ দিলীপের
সিভি আনন্দ বোস ও দিলীপ ঘোষ

Follow Us

খড়্গপুর: পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) বঙ্গযোগ আগে থেকেই ছিল। ব্যাঙ্কে কাজ করার সময় কলকাতায় পোস্টিং ছিল তাঁর। এবার রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্বে এসে বাংলাকে আরও আপন করে নিতে চান রাজ্যপাল। বাংলা ভাষা শেখার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। আজ সরস্বতী পুজোর দিন তাঁর বাংলায় হাতেখড়ির কথাও রয়েছে। সেই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বললেন, “অবশ্যই বাংলা শেখা উচিত। বাংলায় যদি কথা বলেন, আমরা খুশি হব। বাংলা সাহিত্য পড়তে পারেন, আরও ভাল লাগবে।” তবে সেই সঙ্গে রাজ্যপালের উদ্দেশে দিলীপের বার্তা, ‘যদি ভুল মাস্টারের হাত ধরে বাংলা শেখেন, তাহলে তো ভুলই শিখবেন। ঠিকঠাক মাস্টার চয়ন করুন।’

প্রসঙ্গত, এদিন রাজভবনে বাংলার নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাতেখড়ি হওয়ার কথা রয়েছে। সেই অনুষ্ঠানে থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। প্রসঙ্গত, এর আগে জগদীপ ধনখড়ের আমলে রাজ্য-রাজ্যপাল সংঘাতের বাতাবরণ চরমে উঠেছিল। এমনকী রাজ্যের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদ থেকে রাজ্যপালকে সরানোর বিষয়ে বিধানসভায় বিলও পাশ করিয়েছিল রাজ্য সরকার। কিন্তু ধনখড় পরবর্তী জমানায় পরিস্থিতি অনেকটা বদলেছে। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশনের সঙ্গে বেশ মিষ্টি-মধুর সম্পর্ক তৈরি হয়েছিল রাজ্য সরকারের। তারপর নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে রাজ্যের সম্পর্কও বেশ ভালই রয়েছে।

এমন অবস্থায় রাজ্যপালের হাতেখড়ির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকা নিয়ে বিজেপির অনেকেই খোঁচা দিতে শুরু করেছে রাজ্যের শাসক শিবিরকে। যদিও পাল্টা এসেছে তৃণমূল শিবির থেকেও। তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ইতিপূর্বেই বাঁকা আক্রমণ শানিয়ে বলেছেন, “‘বিজেপি বাংলার শত্রু, বাংলা ভাষার শত্রু। রাজ্যপাল যদি বাংলা শিখতে চান তবে তাঁকে উৎসাহিত করা উচিত। কিন্তু তা না করে উল্টে বাংলা শেখার বিরোধিতা করছে বঙ্গ বিজেপি। ওরা বাংলা তথা বাঙালির কলঙ্ক।”

Next Article