AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: অবিলম্বে ছাড়তে হবে বাংলো, দুপুরেই নোটিস পেলেন দিলীপ ঘোষ

Dilip Ghosh: তৃণমূল নেতাদের দাবি, দিলীপ ঘোষ থাকায়, বহিরাগতদের আনাগোনা বাড়ছিল ওই বাংলোয়। রেলের কাছে এই বিষয়ে অভিযোগও জানানো হয়েছিল।

Dilip Ghosh: অবিলম্বে ছাড়তে হবে বাংলো, দুপুরেই নোটিস পেলেন দিলীপ ঘোষ
দিলীপ ঘোষImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 10, 2025 | 5:39 PM
Share

খড়গপুর: রেলের একটি বাংলো নিয়ে অভিযোগ উঠেছিল অনেকদিন ধরেই। বিশেষত এলাকার তৃণমূল নেতৃত্ব বারবার অভিযোগ জানাচ্ছিল। এবার সেই বাংলো ছাড়ার নোটিস পেলেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বৃহস্পতিবার আচমকা এই নোটিস দেওয়া হয়েছে।

মেদিনীপুরের সাংসদ ছিলেন দিলীপ ঘোষ। সেই সূত্রে খড়্গপুরে তাঁর আনাগোনা দীর্ঘদিন ধরেই। বর্তমানে সাংসদ না থাকলেও মেদিনীপুরকে নিজের ঘাঁটি বলেই উল্লেখ করে থাকেন দিলীপ ঘোষ। সেখানেই রেলের একটি বাংলোয় থাকতেন তিনি। সেটি অবিলম্বে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

বেআইনিভাবে রেলের বাংলো দখল করে রেখেছে দিলীপ ঘোষ, বারবার এমনই অভিযোগে সরব হয়েছে তৃণমূল। এবার খড়্গপুরের সাউথ সাইডের সেই ৬৭৭ নম্বর বাংলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে রেলের তরফে। বৃহস্পতিবার দুপুরেই বাংলোর দেওয়ালে রেলের তরফে সাঁটানো হয়েছে নোটিস।

২০১৯ সালে তুষারকান্তি ঘোষ নামে এক ব্যক্তির জন্য বরাদ্দ করা হয় ওই বাংলোটি। তিনিই থাকতে দিয়েছিলেন দিলীপ ঘোষকে। ২০২০ সালে শেষ হয়ে যায় তুষারকান্তির বাংলোর সময়সীমা। এরপরও সেই বাংলো দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ। সেটি এবার খালি করার নির্দেশ দিল রেল।

তৃণমূল নেতাদের অভিযোগ, অবৈধভাবে দখল করা ছিল ওই বাংলো। অন্যায়ভাবে দখল করে রেখেছেন বলে অভিযোগ ওঠে। নোটিস দিয়ে তুষারকান্তিকে শোকজ করা হয়েছে রেলের তরফে। হাজির হয়ে তাঁকে জবাব দিতে হবে।

এদিকে, বিজেপির দাবি, সরকারি সম্পত্তি জবরদখল করে রেখেছে তৃণমূল। রেলের জমিতে পার্টি অফিস করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? প্রশ্ন তুলছে বিজেপি।