পশ্চিম মেদিনীপুর: ‘বুকে পা তুলে দেব’, কাট টু ‘চা খেয়ে যান’- কুকথার পরই সৌজন্য! ব্যাক টু ব্যাক। বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যে সকাল থেকেই সরগরম বেলদার রাজনীতি। দৃশ্যটা এমন শুক্রবার সকালে দিলীপকে দেখে ‘চোর চোর চোরটা…’স্লোগান দিচ্ছিলেন বেশ কয়েকজন বিক্ষোভকারী। তখনই তাঁদেরকে দেখে চা খাওয়ার আমন্ত্রণ জানালেন দিলীপ ঘোষ।
শুক্রবার সকালে বেলদায় চা চক্রে যোগ দিয়েছিলেন দিলীপ। তার আগে প্রাতঃভ্রমণে বের হন। সঙ্গে ছিলেন বিজেপি কর্মী সমর্থকরাই। সেখানে একটি রাস্তা দিয়ে হেঁটে গাড়িতে উঠছিলেন। সেসময় তাঁকে দেখে বিক্ষোভ দেখাচ্ছেন বেশ কয়েকজন, তাঁদের মধ্যে মহিলারাও ছিলেন। তাঁরা কোনও রাজনৈতিক দলের সমর্থক কিনা, সেটা স্পষ্ট নয়। কারণ তাঁদের হাতে কোনও রাজনৈতিক দলের পতাকা ছিল না।
দিলীপ ঘোষকে দেখে বিক্ষোভকারীরা বলেন, “চোর চোর চোরটা…” তাঁদের সামনে দিয়েই হেঁটে যাচ্ছিলেন দিলীপ। তাঁকে বলতে শোনা যায়, ‘বুকে পা তুলে দেব।’ হাসতে হাসতেই তিনি বলেন, ‘সব চোরগুলো আমাদের সামনে।’ দিলীপ ঘোষের অনুগামীরা বলেন, ‘হিসাব নেওয়া হবে।’ দিলীপ তাঁদের থামিয়ে বলেন, ‘সব ভিতরে যাবে।’ দৃশ্য দেখে জড়ো হয়ে যান অনেকেই। তাঁদের উদ্দেশেই দিলীপ বিক্ষোভকারীদের লক্ষ্য করে বলেন, “পঞ্চায়েতের টাকা কারা খেয়েছেন দেখে নিন। সব পঞ্চায়েতের টাকা খেয়েছে, আমাদের সামনে। হিসাব দিতে পারে না চোরগুলি।” দিলীপ গাড়িতে ওঠার আগে পর্যন্ত বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের উদ্দেশে দিলীপ বলেন, “চা খেয়ে যান, অনেক চেঁচিয়েছেন, এবার চা খেয়ে যান।”
এর আগেও বিক্ষোভের মুখে পড়েছেন দিলীপ ঘোষ। তবে এদিন খোশমেজাজে গোটা বিষয়টি তিনি সামলে নিয়েছেন। তবে এদিনই অবশ্য আরও একটি মন্তব্যের জন্য বিতর্কে জড়ান তিনি। নারায়ণগড়ে প্রাতঃভ্রমণের সময়ে দিলীপ বলেছেন, “বুকে পা তুলে দেব…”, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
পশ্চিম মেদিনীপুর: ‘বুকে পা তুলে দেব’, কাট টু ‘চা খেয়ে যান’- কুকথার পরই সৌজন্য! ব্যাক টু ব্যাক। বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যে সকাল থেকেই সরগরম বেলদার রাজনীতি। দৃশ্যটা এমন শুক্রবার সকালে দিলীপকে দেখে ‘চোর চোর চোরটা…’স্লোগান দিচ্ছিলেন বেশ কয়েকজন বিক্ষোভকারী। তখনই তাঁদেরকে দেখে চা খাওয়ার আমন্ত্রণ জানালেন দিলীপ ঘোষ।
শুক্রবার সকালে বেলদায় চা চক্রে যোগ দিয়েছিলেন দিলীপ। তার আগে প্রাতঃভ্রমণে বের হন। সঙ্গে ছিলেন বিজেপি কর্মী সমর্থকরাই। সেখানে একটি রাস্তা দিয়ে হেঁটে গাড়িতে উঠছিলেন। সেসময় তাঁকে দেখে বিক্ষোভ দেখাচ্ছেন বেশ কয়েকজন, তাঁদের মধ্যে মহিলারাও ছিলেন। তাঁরা কোনও রাজনৈতিক দলের সমর্থক কিনা, সেটা স্পষ্ট নয়। কারণ তাঁদের হাতে কোনও রাজনৈতিক দলের পতাকা ছিল না।
দিলীপ ঘোষকে দেখে বিক্ষোভকারীরা বলেন, “চোর চোর চোরটা…” তাঁদের সামনে দিয়েই হেঁটে যাচ্ছিলেন দিলীপ। তাঁকে বলতে শোনা যায়, ‘বুকে পা তুলে দেব।’ হাসতে হাসতেই তিনি বলেন, ‘সব চোরগুলো আমাদের সামনে।’ দিলীপ ঘোষের অনুগামীরা বলেন, ‘হিসাব নেওয়া হবে।’ দিলীপ তাঁদের থামিয়ে বলেন, ‘সব ভিতরে যাবে।’ দৃশ্য দেখে জড়ো হয়ে যান অনেকেই। তাঁদের উদ্দেশেই দিলীপ বিক্ষোভকারীদের লক্ষ্য করে বলেন, “পঞ্চায়েতের টাকা কারা খেয়েছেন দেখে নিন। সব পঞ্চায়েতের টাকা খেয়েছে, আমাদের সামনে। হিসাব দিতে পারে না চোরগুলি।” দিলীপ গাড়িতে ওঠার আগে পর্যন্ত বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের উদ্দেশে দিলীপ বলেন, “চা খেয়ে যান, অনেক চেঁচিয়েছেন, এবার চা খেয়ে যান।”
এর আগেও বিক্ষোভের মুখে পড়েছেন দিলীপ ঘোষ। তবে এদিন খোশমেজাজে গোটা বিষয়টি তিনি সামলে নিয়েছেন। তবে এদিনই অবশ্য আরও একটি মন্তব্যের জন্য বিতর্কে জড়ান তিনি। নারায়ণগড়ে প্রাতঃভ্রমণের সময়ে দিলীপ বলেছেন, “বুকে পা তুলে দেব…”, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।