Durga Pujo 2023: মাতৃমূর্তির পিছনে ঘড়ি, সময়ের গুরুত্ব বোঝাল এই ক্লাব

Durga Pujo 2023: মেদিনীপুর শহরের সেরা পুজোগুলির অন্যতম হল রবীন্দ্রনগর সর্বজনীন। নিয়ম মেনে শুরু হয়েছে সপ্তমীর পুজো। এই বছর এখানকার থিম সময়। মাতৃমূর্তির পিছনে রাখা হয়েছে ঘড়ি।

Durga Pujo 2023: মাতৃমূর্তির পিছনে ঘড়ি, সময়ের গুরুত্ব বোঝাল এই ক্লাব
মেদিনীপুরে দুর্গাপুজো Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 21, 2023 | 12:03 PM

মেদিনীপুর: আকাশে ছড়িয়েছে দীপ্তি। সঙ্গে আগমনীর গান ‘উমা আমার উমা’ এল ঘরে। আজ সপ্তমী। নবপত্রিকা স্নান হয়েও গিয়েছে। সকাল থেকেই কলকাতা সব জেলার বিভিন্ন প্রান্তের মণ্ডপে ভিড়। বাদ যায়নি পশ্চিম মেদিনীপুরের রবীন্দ্রনগর সর্বজনীনও।

মণ্ডপের ছবি

মেদিনীপুর শহরের সেরা পুজোগুলির অন্যতম হল রবীন্দ্রনগর সর্বজনীন। নিয়ম মেনে শুরু হয়েছে সপ্তমীর পুজো। এই বছর এখানকার থিম সময়। মাতৃমূর্তির পিছনে রাখা হয়েছে ঘড়ি। গোটা মণ্ডপটি সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক-টুইটার-ইন্সস্টাগ্রামের লোগো দিয়ে সাজানো হয়েছে। পুজো উদ্যোক্তারা বোঝাতে চেয়েছেন সোশ্যাল মিডিয়ার জন্য মানুষের হাতে সময় নেই।

রবীন্দ্রনগর সর্বজনীন পুজো উদ্যোক্তা বললেন, “আমরা নিষ্ঠাভরে পুজো করি। এবার চেষ্টা করেছি। সময়ের উপযোগিতা বোঝাতে। এখন মানুষ সোশ্যাল মিডিয়ায় সময় কাটান বেশি। তাই এই সকল বিষয়টিই তুলে ধরা হয়েছে।”