Durgapur Gang Physical Assault: সময় ব্যবধানেই রহস্য! নির্যাতিতার বাবা দায়ী করলেন সহপাঠীকেই, দুর্গাপর গণধর্ষণকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
Durgapur Gang Physical Assault: গোটা ঘটনার নেপথ্যে নির্যাতিতার বাবা সহপাঠীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি তাঁকেই দায়ী করেন। নির্যাতিতার বাবার বক্তব্য, "মেয়েকে ভুল বুঝিয়ে মেডিক্যাল কলেজ থেকে দুর্গাপুর গর্ভমেন্ট কলেজের দিকে ফাঁকা রাস্তায় নিয়ে যাওয়া হয়।" বাবার অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, অভিযুক্তরা ছাত্রীর সহপাঠীর পূর্ব পরিচিত!

কলকাতা: দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীর গণধর্ষণকাণ্ডে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। তদন্তে পুলিশ জানতে পেরেছে, ৭টা ৫৮ মিনিটে দু’জনে ক্যাম্পাস থেকে বেরিয়েছিল। ৮টা ৪২ মিনিটে নির্যাতিতার সহপাঠী একা ফিরে আসেন। বেরনোর গেটে ৫-৬ মিনিট ঘোরাঘুরি করার পর আবার ৮টা ৪৮’এ বেরিয়ে যান। ৯টা ২৯ মিনিটে দু’জনে একত্রে ফিরে আসেন। নির্যাতিতা গার্লস হস্টেলের দিকে যান ৯টা ৩২ মিনিটে।
গোটা ঘটনার নেপথ্যে নির্যাতিতার বাবা সহপাঠীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি তাঁকেই দায়ী করেন। নির্যাতিতার বাবার বক্তব্য, “মেয়েকে ভুল বুঝিয়ে মেডিক্যাল কলেজ থেকে দুর্গাপুর গর্ভমেন্ট কলেজের দিকে ফাঁকা রাস্তায় নিয়ে যাওয়া হয়।” বাবার অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, অভিযুক্তরা ছাত্রীর সহপাঠীর পূর্ব পরিচিত!
শুধু তাই নয়, নির্যাতিতার বাবার আরও অভিযোগ, মেয়েকে ধর্ষণের পর মোবাইল, পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। নির্যাতিতার বাবার সঙ্গে ইতিমধ্যেই ফোনে কথা বলেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্যাতিতার বাবার কাছে তিনি জানতে চেয়েছেন এফআইআর হয়েছে কিনা। ওই বন্ধুকেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন নির্যাতিতার বাবা। চিকিৎসায় সাহায্য করারও আশ্বস্ত করেছেন তিনি। বর্তমানে হাসপাতালের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। হাসপাতালের বাইরে চলছে বিক্ষোভ। পৌঁছেছে জাতীয় মহিলা কমিশনের টিম, ডেপুটেশন দিয়েছে পড়ুয়ারাও।
ওড়িশার জলেশ্বর থেকে বাংলায় ডাক্তারি পড়তে এসে ভয়াবহ অভিজ্ঞতার শিকার দ্বিতীয় বর্ষের ছাত্রী। জানা যাচ্ছে, রাতে হস্টেল থেকে বাইরে বেরিয়েছিলেন খাবার কিনতে। রাস্তায় সহপাঠীর সঙ্গে দেখা হয়। ওই সহপাঠীর সঙ্গে ফুচকা খেয়ে ফিরছিলেন। অভিযোগ, হাসপাতালের পিছনে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে গণধর্ষণ করা হয়।
