মেদিনীপুর: চারদিন ধরে খোঁজ নেই তরুণীর। অনেক কষ্টে বাড়ির লোক খুঁজে পেলেও স্বামীর সঙ্গে কিছুতেই সংসার করবেন না বলে জানিয়ে দেন ওই তরুণী। এমন পরিস্থিতি হয় যে, পুলিশকে নামতে হয় ময়দানে। গোয়ালতোড়ের ঘটনা। ওই গৃহবধূর পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে পরকীয়ায় লিপ্ত ওই বধূ। এর আগেও বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। অনেক বুঝিয়ে সুঝিয়ে আনা হয়েছিল। অভিযোগ, তারপরও আবার পালিয়ে যান তিনি।
অভিযোগ, চারদিন আগে বাড়ি থেকে বেরিয়ে যান ওই বধূ। উদ্ধার করে মেয়েকে তাঁর বাপের বাড়ি শালবনিতে নিয়ে যাওয়া হয়। তাঁর খুড়তুতো এক বোনের কথায়, “আমার কাকার মেয়ে। আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি, ওর মা বাবা সকলে বলবে ও খারাপ। নিজের সখ সাধ পূরণ করার জন্য নিজের বাচ্চাকে ছেড়ে দিয়ে একটা অন্য ছেলের হাত ধরে চলে গিয়েছে। এখন ছেলের নামে দোষ দিলে তো মানব না। এর আগেও মেয়েটা পালিয়ে গিয়েছিল। ওর মা বাবাও বলবে সবটা।”
ওই গৃহবধূরও বক্তব্য, তিনি এই সংসার করতে চান না। স্পষ্ট বলেন, “আমি ওর ঘর করব না। যার সঙ্গে চলে গিয়েছিলাম, ওকে ডাকা হোক। সে কী বলে শুনব। আমি ওর সঙ্গেই থাকতে চাই।” কিন্তু তিনি যদি না মানতে চান। শুয়েই ওই বধূ বিরক্তির সুরে বলেন, “কেন অস্বীকার করবে? আমি যে ওর সঙ্গে সম্পর্ক রেখেছি কারও তো অজানা নয়। সকলে আমার দিকে আঙুল তুলছে, আমি দোষও মানছি। কিন্তু সবাইকে সবটা জানিয়েছিলাম।” যদিও যাঁর সঙ্গে তিনি পালিয়ে যান বলে অভিযোগ, তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে নাটকীয় পরিস্থিতি তৈরি হয় থানায়।