দাসপুর: গ্রামের গৃহবধূর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে তৃণমূল নেতাকে গাছে বেঁধে পেটালো গ্রামবাসীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার দাসপুর ১ নম্বর ব্লকের নিজনাড়াজোল গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর এলাকায়। এদিকে এবারের ভোটে (Panchayat Elections 2023) এই পঞ্চায়েত গিয়েছে তৃণমূলের (Trinamool Congress) দখলে। ফল ভাল করতে পারেনি বিজেপি। গ্রামবাসীদের অভিযোগ, এই গ্রামেরই বছর ছাব্বিশের এক গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন থেকে প্রেমালাপ চালিয়ে যাচ্ছিলেন এলাকার তৃণমূল নেতা অনন্ত দোলাই। তিনি আবার স্থানীয় পঞ্চায়েতের সদস্য বলেও জানা যাচ্ছে।
সূত্রের খবর, শনিবার রাতে মহিলার বাড়ি থেকে পাওয়া যায় অনন্তকে। তারপরই তাঁকে ধরে বেধড়ক মারধর শুরু করে গ্রামবাসীরা। গাছে বেঁধে মাথায় ঘোলও ঢেলে দেওয়া হয়। ইতিমধ্যেই সেই ভিডিয়োর তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোডও করে দিয়েছেন কেউ কেউ। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি-৯ বাংলা। শেষে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দাসপুর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রামের বাসিন্দারা জানাচ্ছেন, বেশ কিছুদিন ধরেই বিষয়টি তাঁদের নজরে এসেছিল। কিন্তু, কাল রাত একটা নাগাদ ওই তৃণমূল নেতা হাতেনাতে ধরা পড়ে যান। ঘটনায় শাসকদলের বিরুদ্ধে তোপ দেগেছে পদ্ম শিবির। ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক তপন মাইতি বলেন, “পরকীয়া তৃণমূলের ক্ষেত্রে নতুন ঘটনা নয়। এর আগেও অনেকেরই নাম জড়িয়েছে, সমাজকে ধ্বংস করছে তৃণমূল। মানুষের আরও সচেতন হওয়া উচিত।” অন্যদিকে ঘটনার কথা নাকি শোনেননি এলাকার তৃণমূল নেতারা। দাসপুর এক ব্লক তৃণমূলের সভাপতি সুকুমার পাত্র বলেন, “আমি বিষয়টি আপনাদের কাছেই শুনলাম। আমি এখনই খোঁজখবর নিচ্ছি।”