Paschim Medinipur: গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিপত্তি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ৩
West Bengal: সোমাবার রাত্রিবেলা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার খুড়শী গ্রামে।
চন্দ্রকোনা: কালীপুজোর রান্না করার সময় গ্যাস সিলিন্ডারে অগ্নিকাণ্ড। ঘটনায় অগ্নিদগ্ধ চার। তিনজন আশঙ্খাজনক অবস্থায় বর্তমানে ভর্তি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
সোমাবার রাত্রিবেলা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার খুড়শী গ্রামে। জানা গিয়েছে, খুড়শি গ্রামের বাসিন্দা অসিত জানার বাড়িতে কালীপুজো উপলক্ষ্যে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে রান্নার কাজ চলছিল। আর সেই সময়ই আচমকাই গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। দ্রুত আগুন ভয়াবহ আকার ধারন করে। আর সেই আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হন চারজন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এরপর রাতেই স্থানীয় বাসিন্দারা তাঁদের দ্রুততার সঙ্গে উদ্ধার করে পাঠায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
জানা যায়, অগ্নিদগ্ধ হওয়া অসিত জানা, কাশীনাথ মণ্ডল, মিঠু বেরা তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনজনই চিকিৎসাধীন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে কী কারণে আচমকাই গ্যাস সিলিন্ডারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে ধন্ধে পরিবারের সদস্য থেকে প্রতিবেশীরা।
উল্লেখ্য, কয়েকদিন আগে খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে ঘটে বিপত্তি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার কুশপাতা এলাকায় কাজ করছিলেন কয়েকজন কর্মী আচমকা ফেটে যায় গ্যাস সিলিন্ডার। অগ্নিদগ্ধ হয়ে যান মালিক সহ আরও দুই কর্মী। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ভর্তি করা হয় হাসপাতালে। পরবর্তীতে দুজনের মৃত্যু হয়।