Ghatal: উসকো খুসকো চুল, সাতসকালে থানায় হাজির যুবক, নির্বিকার চিত্তে বললেন, ‘খাটে বউয়ের লাশ…’

Ashim Bera | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 05, 2024 | 5:00 PM

Ghatal: কাটান গ্রামের বাসিন্দা শ্রীবাস পণ্ডিতের সঙ্গে বেশ কয়েক বছর আগে বিয়ে হয় বাসন্তীর। তাঁদের দুটি সন্তানও রয়েছে। প্রতিবেশীরা জানাচ্ছেন, ওই পরিবারের অশান্তি লেগেই থাকত।

Ghatal: উসকো খুসকো চুল, সাতসকালে থানায় হাজির যুবক, নির্বিকার চিত্তে বললেন, খাটে বউয়ের লাশ...
স্ত্রীকে খুনের অভিযোগ
Image Credit source: TV9 Bangla

Follow Us

ঘাটাল: স্ত্রীকে বালিশ চাপা দিয়ে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর। ঘটনাকে ঘিরে উত্তিজেনা পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছেন, স্ত্রীর অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে। এই সন্দেহ থেকেই খুন করেছেন অভিযুক্ত।  তাঁকে জেরা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম বাসন্তী পণ্ডিত (৩৫)। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার কাটান এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাটান গ্রামের বাসিন্দা শ্রীবাস পণ্ডিতের সঙ্গে বেশ কয়েক বছর আগে বিয়ে হয় বাসন্তীর। তাঁদের দুটি সন্তানও রয়েছে। প্রতিবেশীরা জানাচ্ছেন, ওই পরিবারের অশান্তি লেগেই থাকত। মাঝেমধ্যেই বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেতেন তাঁরা। তবে নিতান্ত দাম্পত্য কলহ ভেবে তাঁরা বিশেষ আমল দিতেন না।

এক প্রতিবেশী জানাচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যাতেও দুজনের মধ্যে ঝামেলা হয়েছিল। চেঁচামেচি শুনতে পেয়েছিলেন তাঁরা। পরে সব স্তব্ধ হয়ে যায়। পুলিশ জানাচ্ছে, শুক্রবার ভোরে আচমকাই হতদন্ত হয়ে এক ব্যক্তি থানায় ঢোকেন। কর্তব্যরত পুলিশ কর্মীকে বলেন, তিনি তাঁর স্ত্রীকে খুন করে এসেছেন। তারপর ওই ব্যক্তিকে নিয়েই পুলিশ বাড়িতে যায়। দেখা যায়, খাটের ওপর পড়ে রয়েছে মহিলার দেহ।

পুলিশ জানিয়েছে, জেরা শ্রীবাস জানিয়েছেন, রাতেই ঘুমন্ত স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছেন তিনি। বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই এই খুন বলে মনে করা হচ্ছে। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, পুলিশ খতিয়ে দেখছে। আপাতত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Next Article