
ঘাটাল: সাত বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিল ঘাটাল মহকুমা আদালত। জানা গিয়েছে, সাজাপ্রাপ্তের নাম চন্দন ডাগরা।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে গাজনের সময় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা থানার নারায়ণপুর গ্রামের সাত বছরের এক নাবালিকা গ্রামেই গাজন মেলা দেখতে য়ায়। সেই সময় ওই এলাকার এক যুবক পেশায় স্বর্ণ কারিগর চন্দন ডগরা, ওই নাবালিকাকে একা পেয়ে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে। ঘটনায় পরের দিন মেয়ের পরিবারের লোকেরা চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে চন্দ্রকোণা থানার পুলিশ। অবশেষে কয়েক বছর পর সেই ঘটনার রায় দান করল ঘাটাল মহকুমা আদালত। ঘাটাল মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা জজ ময়ূখ মুখোপাধ্যায়ের এজলাসে অভিযুক্ত চন্দন ডগরাকে দোষী সাব্যস্ত করে অভিযুক্তির দশ বছরের সশ্রম কারাদণ্ডের ঘোষণা করল আদালত।