Ghatal: নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্তকে কঠোর সাজা দিল আদালত

Ghatal: ২০১৮ সালের ৩ এপ্রিল সকালে দাসপুর থানার সিংহচক গ্রামের বাসিন্দা জোৎভগবান হাই স্কুলে ছাত্রী টিউশনি পড়তে যাবার পথে নাবালিকা ছাত্রীকে ৫০০ টাকার প্রলোভন দেখিয়ে জোৎভগবান হাই সস্কুলের পাঁচিলের পাশে যৌন নিগ্রহ-সহ শ্লীলতাহানির অভিযোগ ওঠে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ।

Ghatal: নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্তকে কঠোর সাজা দিল আদালত
সাজাপ্রাপ্তImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 08, 2025 | 5:17 PM

ঘাটাল:  নাবালিকা স্কুলছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তের সাজা ঘোষণা করল ঘাটাল মহকুমা আদালত। চার বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। ১১ বছরের ষষ্ঠ শ্রেণির নাবালিকা স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, দাসপুর থানার জোৎভগবানপুরের বাসিন্দা অভিযুক্ত বাবলু সাউ ওরফে দিলীপ সাউয়ের বিরুদ্ধে। ২০১৮ সালের ৩ এপ্রিল সকালে দাসপুর থানার সিংহচক গ্রামের বাসিন্দা জোৎভগবান হাই স্কুলে ছাত্রী টিউশনি পড়তে যাবার পথে নাবালিকা ছাত্রীকে ৫০০ টাকার প্রলোভন দেখিয়ে জোৎভগবান হাই সস্কুলের পাঁচিলের পাশে যৌন নিগ্রহ-সহ শ্লীলতাহানির অভিযোগ ওঠে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে । সেই অভিযোগের ভিত্তিতে দাসপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হয় অভিযুক্ত বাবলু সাউ।

ঘটনায় পক্স আইনের একাধিক ধারায় মামলা হয়। ধৃতকে আজ ঘাটাল আদালতে তোলা হলে আদালত ৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা ফাইন করে। অনাদায়ে আরও দুবছরের সশ্রম কারাদণ্ড। আজকে ঘাটাল মহকুমা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ ময়ূর মুখোপাধ্য়ায় এই সাজা ঘোষণা করেন। এমনটাই জানিয়েছে ঘাটাল মহকুমা আদালতের সরকার পক্ষের আইনজীবী মনোরঞ্জন মন্ডল।