পশ্চিম মেদিনীপুর: অনুষ্ঠানবাড়িতে নিমন্ত্রিত ছিলেন দুই বেয়াই। খেতেও বসেছিলেন। একসঙ্গেই আকস্মিক মৃত্যু দুজনের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার উড়াসাই গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সন্তু রুইদাস ও গণেশ রুইদাস।
জানা গিয়েছে, উড়াসাই গ্রামের বাসিন্দা লক্ষন রুইদাসের বাড়িতে অনুষ্ঠান উপলক্ষে মুখবাসন একাকার বাসিন্দা সন্তু ও গড়বেতার বাসিন্দা গণেশ গিয়েছিলেন, তাঁরা সম্পর্কে বেয়াই। অনুষ্ঠান শেষে আজ তাঁদের বাড়ি ফেরার কথা ছিল। হঠাৎ সকালে একই সঙ্গে দুই বেয়াইয়ের শারীরিক সমস্যা হতে থাকে। দু’জনকে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপতালে কর্মরত চিকিৎসক সন্তু রুইদাসকে মৃত বলে ঘোষণা করে, অপরদিকে গণেশ রুইদাসের চিকিৎসা শুরু করা হলেও কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
জানা গিয়েছে, সকালে দুই বেয়াই মিলে মদ্যপান করতে বসেছিলেন লক্ষন রুইদাসের বাড়িতে। মদে বিষক্রিয়াতেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছেন মৃতের পরিজনরা ।
ইতিমধ্যে চন্দ্রকোণা থানার পুলিশ হাসপাতাল থেকে দুটি মৃতদেহ উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। মৃতদেহ ময়নাতদন্তের পরেই সঠিক কারণ জানা যাবে বলে সূত্র মাত্র জানা গিয়েছে।