Ghatal Hospital: বিদ্যুৎহীন হাসপাতাল চত্বর, মোবাইলের আলো জ্বালিয়েই চলছে যাতায়াত

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 15, 2022 | 9:56 AM

Paschim Medinipur: পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা হাসপাতাল। সেই খানেই বেশ কয়েকদিন ধরেই রাত্রিবেলা আলো জ্বলছে না হাসপাতাল চত্বরে। মোবাইল চর্চ জ্বেলেই চলছে যাতায়াত।

Ghatal Hospital: বিদ্যুৎহীন হাসপাতাল চত্বর, মোবাইলের আলো জ্বালিয়েই চলছে যাতায়াত
অন্ধকারেই চলছে যাতায়াত (নিজস্ব চিত্র)

Follow Us

পশ্চিম মেদিনীপুর: প্রতিদিন হাজারো-হাজারো মানুষের চিকিৎসার জায়গা এটি। সেই মহকুমা চত্বর হাসপাতাল ডুবেছে অন্ধকারে। মোবাইলের চর্ট জ্বেলে চলছে যাতায়াত। সমস্যায় পড়েছেন রোগীর আত্মীয় পরিজন থেকে স্বাস্থ্য কর্মীরা।

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা হাসপাতাল। সেই খানেই বেশ কয়েকদিন ধরেই রাত্রিবেলা আলো জ্বলছে না হাসপাতাল চত্বরে। মোবাইল চর্চ জ্বেলেই চলছে যাতায়াত।

ঘাটাল মহকুমা হাসপাতাল চত্বরই রয়েছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল। প্রতিদিন হাজারো মানুষ আসেন এই হাসপাতালের চিকিৎসা পরিষেবা পেতে। প্রতিদিনই রোগীর চাপ থাকে হাসপাতালে। ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিজনদের রাত্রি কাটাতে হয় হাসপাতাল চত্বরে। রাত্রিতে হাসপাতাল চত্বরে আলো না জলাই সমস্যায় পড়েছেন রোগীর আত্মীয় পরিজনেরা তার সঙ্গে স্বাস্থ্য পরিষেবা দিতে সমস্যায় পড়তে হচ্ছে স্বাস্থ্য কর্মীদেরও।

এক স্থানীয় বাসিন্দা অভিযোগ জানিয়ে বলেন, ‘লাইটগুলো না জ্বলার ফলে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। খুব সমস্যা। আলো থাকলে ভাল হত।’এ বিষয়ে ঘাটাল হাসপাতাল সুপার সুব্রত দে ক্যামেরার সামনে কোন প্রতিক্রিয়া দিতে চাননি। তিনি জানিয়েছেন, হাসপাতাল চত্বরে আলোর দেখভালের দায়িত্ব পিডব্লিউডি ও পৌরসভার।অপরদিকে ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরার অভিযোগ, হাসপাতাল সুপার কোনও দিকেই দৃষ্টি দিচ্ছেন না। পৌরসভা তাদের অর্থে হাসপাতাল চত্বর আলোকিত করার জন্য বাতিস্তম্য লাগিয়ে দিয়েছে এখন তা দেখভালের দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের। এখন দেখার আলো আর কতদিন পর হাসপাতাল চত্বর আলোকিত হয়।

Next Article