Paschim Medinipur: এ কী হয়ে গেল! পুজোর ছুটি কাটিয়ে স্কুলে ফিরতেই চোখ কপালে প্রধান শিক্ষক, হতবাক সতীর্থরাও

Ashim Bera | Edited By: জয়দীপ দাস

Nov 05, 2024 | 7:31 PM

Paschim Medinipur: ভেঙে ফেলা হয়েছে স্কুলের মূল গেটের তালা। ভেঙে ফেলা হয়েছে ভিতরের বেশ কয়েকটি আলমারিও। আলমারির ভিতরে থাকা একটি ল্যাপটপেও চলেছে ভাঙচুর। চুরি গিয়েছে স্কুলের বেশ কিছু নথি। এদিকে স্কুলের ভিতরে যে এত কাণ্ড ঘটে গিয়েছে তা টের পাননি কেউই।

Paschim Medinipur: এ কী হয়ে গেল! পুজোর ছুটি কাটিয়ে স্কুলে ফিরতেই চোখ কপালে প্রধান শিক্ষক, হতবাক সতীর্থরাও
ব্যাপক উত্তেজনা স্কুলে
Image Credit source: TV 9 Bangla

Follow Us

চন্দ্রকোনা: ছিল পুজোর ছুটি। বন্ধ ছিল স্কুল। কিন্তু, স্কুল খুলতেই যে এই দৃশ্য দেখা যাবে তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি কেউই। স্কুলে এসেই চক্ষু চড়কগাছ প্রধান শিক্ষকের। ভাঙা রয়েছে স্কুলের দরজা, খোলা রয়েছে আলমারি, গায়েব গুরুত্বপূর্ণ ফাইল, ডাক পড়ল পুলিশের। চাঞ্চল্যকর ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের। পুজোর ছুটিকে কাজে লাগিয়ে একেবারে গোটা স্কুল খালি করে দিয়েছে চোরেরা। শুধু তাই নয়, চুরি গিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। আর তাতেই ঘনাচ্ছে রহস্য। 

ভেঙে ফেলা হয়েছে স্কুলের মূল গেটের তালা। ভেঙে ফেলা হয়েছে ভিতরের বেশ কয়েকটি আলমারিও। আলমারির ভিতরে থাকা একটি ল্যাপটপেও চলেছে ভাঙচুর। চুরি গিয়েছে স্কুলের বেশ কিছু নথি। এদিকে স্কুলের ভিতরে যে এত কাণ্ড ঘটে গিয়েছে তা টের পাননি কেউই। এদিন শিক্ষকেরা স্কুলে আসতেই কাণ্ড দেখে একেবারে চোখ কপালে উঠে যায়। দেখা যায় বেশ কিছু নথি হাতিয়েছে চোরেরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। 

খবর যায় পুলিশে। ছুটে আসেন রামজীবনপুর আউট পোস্টের পুলিশ কর্মীরা। তবে শুধু যে এই স্কুলে দুস্কৃতী তাণ্ডব চলেছে এমনটা নয়, পাশে থাকা লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়েও চলেছে তাণ্ডব। স্কুলের অন্যত্র ভাঙচুর চালানোর পাশাপাশি ভাঙা হয়েছে আলমারি। আতঙ্কে পড়ুয়ারাও। যদিও এ ঘটনায় এখনও কাউকে ধরতে পারেনি পুলিশ। 

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article