Durga Puja: হুগলি-মুর্শিদাবাদের পর এবার পশ্চিম মেদিনীপুর, অনুদান ফেরাল আরও এক ক্লাব

Ashim Bera | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 26, 2024 | 7:34 PM

Durga Puja:পুজো কমিটির সদস্যদের দাবি তাঁরা বিবেচনা করে দেখেছেন, সরকার সাধারণ মানুষের সুরক্ষা দিতে ব্যর্থ। সে ক্ষেত্রেই তাঁরা মনে করেছেন সরকারি অনুদান নেওয়া শোভনীয় নয়। যদি কলকাতার আরজি করের ঘটনায় অভিযুক্তরা শাস্তি পেয়ে যায় পুজোর আগে তাহলে হয়তো তাঁরা এই বিষয়টি পুনরায় বিবেচনা করে দেখতে পারেন।

Durga Puja: হুগলি-মুর্শিদাবাদের পর এবার পশ্চিম মেদিনীপুর, অনুদান ফেরাল আরও এক ক্লাব
অনুদান ফেরাল আরও এক ক্লাব
Image Credit source: Tv9 Bangla

Follow Us

দাসপুর: হুগলি-মুর্শিদাবাদের পর আরও এবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর। দুর্গাপুজোর সরকারি অনুদান ফেরাল ‘সাগরপুর দুর্গা উৎসব কমিটি।’ এর আগে হুগলির প্রায় অনেকগুলি ক্লাব ও রবিবার মুর্শিদাবাদের একটি মহিলা পরিচালিত ক্লাব সরকারের ৮৫ হাজার টাকা অনুদান ফিরিয়ে দিয়েছিল।

পুজো কমিটির সদস্যদের দাবি তাঁরা বিবেচনা করে দেখেছেন, সরকার সাধারণ মানুষের সুরক্ষা দিতে ব্যর্থ। সে ক্ষেত্রেই তাঁরা মনে করেছেন সরকারি অনুদান নেওয়া শোভনীয় নয়। যদি কলকাতার আরজি করের ঘটনায় অভিযুক্তরা শাস্তি পেয়ে যায় পুজোর আগে তাহলে হয়তো তাঁরা এই বিষয়টি পুনরায় বিবেচনা করে দেখতে পারেন।

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর সাগরপুরের গ্রামবাসী বৃন্দের দুর্গা পুজো এই বৎসর ৪৬ বছরে পড়ল। এবার তাদের থিম ‘মা আসছে মাটির ঘরে’। আজ জন্মাষ্টমীর দিন দুর্গা পুজোর খুঁটি পূজার আয়োজন করেন পুজো উদ্যোক্তারা। আর সেই খুঁটি পূজার পরে পুজো কমিটির সমস্ত সদস্যরা উপস্থিত থেকে পুজো কমিটির এক কর্মকর্তা সৌরভ হাইত ভিডিয়ো বার্তার মাধ্যমে জানিয়ে দেয় এই বৎসর তারা দুর্গাপুজোর সরকারি অনুদান নেবে না।

 

Next Article