India Pakistan Tension: মেদিনীপুরে কত জন জওয়ান রয়েছেন, খোঁজ চালাচ্ছে প্রশাসন! কেন?

India Pakistan Tension: সূত্রের খবর, নবান্নের তরফে প্রতিটি জেলার জেলাশাসকের কাছেই সেনা জাওয়ানদের পরিবারের সদস্যদের সঙ্গে সমন্বয় রক্ষা করার নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশ পাওয়ার পরই শুরু হয়েছে তৎপরতা।

India Pakistan Tension: মেদিনীপুরে কত জন জওয়ান রয়েছেন, খোঁজ চালাচ্ছে প্রশাসন! কেন?
মেদিনীপুরে এক জওয়ানের পরিবারের সদস্যরাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 11, 2025 | 2:58 PM

পশ্চিম মেদিনীপুর:  মুখ্যমন্ত্রীর নির্দেশে মেদিনীপুর পৌরসভার ২৫ টি ওয়ার্ডে কত জন সেনা জওয়ান বর্তমানে কাশ্মীর বা যুদ্ধক্ষেত্রে রয়েছে, তার তথ্য সংগ্রহ শুরু করল মেদিনীপুর পৌরসভা। শনিবার শুরু হয়েছে সেই তথ্য সংগ্রহের কাজ। যে সমস্ত সেনা জওয়ানদের তথ্য পাওয়া গিয়েছে, তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে মেদিনীপুর পৌরসভা ও জেলা প্রশাসনের তরফে।

সূত্রের খবর, নবান্নের তরফে প্রতিটি জেলার জেলাশাসকের কাছেই সেনা জাওয়ানদের পরিবারের সদস্যদের সঙ্গে সমন্বয় রক্ষা করার নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশ পাওয়ার পরই শুরু হয়েছে তৎপরতা। মেদিনীপুর পৌরসভার পালবাড়ি এলাকায় থাকা এক সেনা জওয়ানের বাড়িতে যান পৌর প্রধান সৌমেন খান। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। বর্তমানে ওই সেনা জওয়ান পঞ্জাবে রয়েছে। মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির এলাকাতেও এক সেনা জওয়ানের স্ত্রী, পরিবারের সঙ্গে কথা বলেন সৌমেন খান। উদ্বেগ থাকলেও গর্বের হাসি সেনা জওয়ানদের পরিবারের সদস্যদের মুখে।

এক সেনাকর্মীর স্ত্রী মঞ্জুশ্রী গায়েন বলেন, “গর্ব হচ্ছে, ও দেশের জন্য লড়ছে। ভয় হচ্ছে, তবে ঈশ্বরের ওপর ভরসা রয়েছে।”