Indian Air Force: মেদিনীপুরে হঠাৎ আকাশ থেকে পড়ল কিছু, বিকট শব্দ আর প্রচণ্ড ধোঁয়া, তবে কি…

Paschim Medinipur: বস্তুত, পহেলগাঁও-কাণ্ডের পর থেকেই অতি তৎপর ভারতীয় সেনা। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সেনার মহড়া শুরু হয়েছে। এরই মধ্যে এই ঘটনা রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

Indian Air Force: মেদিনীপুরে হঠাৎ আকাশ থেকে পড়ল কিছু, বিকট শব্দ আর প্রচণ্ড ধোঁয়া, তবে কি...
হইচই পশ্চিম মেদিনীপুরে Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 28, 2025 | 5:08 PM

দাঁতন (পশ্চিম মেদিনীপুর): নিজের-নিজের কাজে ব্যস্ত ছিলেন গ্রামবাসী। আচমকা বিকট শব্দ। আর তারপরই পুকুরে পড়ল কিছু একটা। তারপরই তুমুল হইচই কাণ্ড। এলাকাবাসীর অনুমান, তবে কি যুদ্ধের আবহ ধীরে ধীরে তৈরি হচ্ছে? এই ঘটনায় আতঙ্কিত পশ্চিম মেদিনীপুরের দাঁতনের উঁচুডিহার বাসিন্দারা। বস্তুত, পহেলগাঁও-কাণ্ডের পর থেকেই অতি তৎপর ভারতীয় সেনা। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সেনার মহড়া শুরু হয়েছে। এরই মধ্যে এই ঘটনা রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

এলাকাবাসীর দাবি, পুকুরে কিছু একটা পড়ার পরই ধোঁয়ায় ভরে যায় এবং বারুদের গন্ধ ভরে যায় এলাকা। আতঙ্কিত হয়ে যান এলাকার মানুষজন। খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনে। খবর পেয়েই এলাকায় পৌঁছয় দাঁতন থানার পুলিশ। অনুমান করা হচ্ছে বায়ুসেনার মহড়া চলাকালীন ওই বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে পুকুরে পড়ে যেতে পারে। তবে তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না বলেই জানান দাঁতন থানার পুলিশ আধিকারিক। খবর পাঠানো হয়েছে কলাইকুন্ডা বায়ুসেনা দফতরে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “স্নান করতে গিয়েছিলাম। পুকুরের আশপাশে থাকা লতাপাতা কাটছিলাম। সেই সময় দেখলাম আকাশ থেকে এসে কিছু পড়ল। তারপর শুধু ধোঁয়া আর ধোঁয়া কিন্তু কোনও শব্দ আমরা পাইনি।” প্রসঙ্গত উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় চলছে সেনার তল্লাশি অভিযান। সেই মতো আকাশপথেও চলছে টহলদারি। উত্তরবঙ্গের আকাশপথে প্রাথমিক মহড়া শুরু করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। বাগডোগরা, হাসিমারার বায়ুসেনা ছাউনিতে বেড়েছে তৎপরতা। উত্তরবঙ্গের আকাশে দেখা মিলছে রাফাল যুদ্ধবিমানের। এছাড়াও অসম ও অরুণাচলের ঘাঁটিতেও বাড়ানো হয়েছে টহলদারি।