June Malia: মহিলারা ঘিরলেন গাড়ি,জুন বলে ফেললেন, ‘…ডিসেম্বরের মধ্যে রিজাইন করে দেব’

June Malia: জানা গিয়েছে, এ দিন এলাকায় প্রচারে যেতেই গ্রামের মহিলারা ঘিরে ধরেন জুনের গাড়ি। তারা বলতে শুরু করেন আবাস যোজনার বাড়ি না পাওয়ার। এরপরই তৃণমূল প্রার্থী বলেন, "ডিসেম্বর মাসের মধ্যে বাড়ির টাকা আনতে না পারলে আপনারা বলবেন। আমি রিজাইন দিয়ে চলে যাব।"

June Malia: মহিলারা ঘিরলেন গাড়ি,জুন বলে ফেললেন, ...ডিসেম্বরের মধ্যে রিজাইন করে দেব
জুন মালিয়া, তৃণমূল প্রার্থীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 18, 2024 | 2:48 PM

দাঁতন: পরনে গোলাপী শাড়ি। মাথায় আঁচল। চোখে সানগ্লাস। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রচারে যেতেই তাঁকে ঘিরে ধরেন গ্রামের মহিলারা। গাড়ি আটকায় জুনের। অভিযোগ করেন আবাস প্রকল্পের বাড়ি না পাওয়ায়। শনিবার মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের হরিপুর অঞ্চলের ঘটনা।

জানা গিয়েছে, এ দিন এলাকায় প্রচারে যেতেই গ্রামের মহিলারা ঘিরে ধরেন জুনের গাড়ি। তারা বলতে শুরু করেন আবাস যোজনার বাড়ি না পাওয়ার। এরপরই তৃণমূল প্রার্থী বলেন, “ডিসেম্বর মাসের মধ্যে বাড়ির টাকা আনতে না পারলে আপনারা বলবেন। আমি রিজাইন দিয়ে চলে যাব।”

তবে এখানেই শেষ নয়, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকেও দুষেছেন তিনি। জুন সেখানে আগত মহিলাদের উদ্দেশ্যে বলেন, “অগ্নিমিত্রা পালকে জিজ্ঞাসা করবেন পনেরো লক্ষ টাকা কোথায়? কালো টাকা কোথায়। নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করুন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছেন পঞ্চাশ কিলোমিটার রাস্তা বাড়িয়ে দেবেন। আমরা কথা দিয়ে কথা রাখি। নরেন্দ্র মোদী রাখেন না। আর অগ্নিমিত্রা পাল আসানসোলে একটা কাজও করেননি। তিন বছরের বিধায়ক। আর দেখে আসুন আমি কী কাজ করেছি এই তিন বছরে।”