মেদিনীপুর: কর্মবিরতি শুরুর তিনদিনের মাথায় বড় পদক্ষেপ মেদিনীপুর মেডিক্যালের জুনিয়র ডাক্তারদের। এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ৭ জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন জুনিয়র জাক্তাররা। আর সেই চিঠির পরিপ্রেক্ষিতে রাজ্য প্রশাসনের কাছ থেকে সাসপেনশন প্রত্যাহারের আশ্বাস পাওয়া গিয়েছে বলে জুনিয়র ডাক্তারদের দাবি। আর ‘আশ্বাস’ মিলতেই জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন।
‘বিষাক্ত’ রিঙ্গার ল্যাকটেট স্যালাইন ব্যবহারের ফলে মেদিনীপুর মেডিক্যালে এক প্রসূতির মৃত্যু হয় বলে অভিযোগ। আরও তিন প্রসূতিকে কলকাতার হাসপাতালে আনা হয়েছে। ওই ঘটনায় জুনিয়র ডাক্তারদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ৭ জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হয়।
সাসপেনশনের প্রতিবাদে তিনদিন আগে মেদিনীপুর মেডিক্যাল কলেজে অবস্থান শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। আংশিক কর্মবিরতির মাধ্যমেই তাঁরা আন্দোলন চালিয়ে যান। একইসঙ্গে সাসপেনশন প্রত্যাহারের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন জুনিয়র ডাক্তাররা। যে সাতজন ডাক্তারকে ইতিমধ্যেই সাসপেনশন অর্ডার ধরানো হয়েছে, মূলত তাঁরাই চিঠি লেখেন মুখ্যমন্ত্রীকে। চিঠিতে জুনিয়র ডাক্তাররা উল্লেখ করেছেন, যেহেতু তাঁরা সিনিয়রদের নির্দেশমতো কাজ করেছেন এবং শিক্ষানবীশ। তাই তাঁদের সাসপেনশন অর্ডার প্রত্যাহার করা হোক। এদিকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে গতকালের পর আজও সিআইডির প্রতিনিধি দল তদন্ত চালান।
মঙ্গলবার রাতে জুনিয়র ডাক্তাররা জানান, সাসপেনশন প্রত্যাহার নিয়ে প্রশাসনের কাছ থেক মৌখিক আশ্বাস তাঁরা পেয়েছেন। বিভিন্ন মহলের আশ্বাস পাওয়ার পরই কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। জুনিয়র ডাক্তাররা জানান, বুধবার থেকেই আগের মতো কাজ করবেন তাঁরা।