
কেশপুর: উপস্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন স্বাস্থ্যকর্মী। তার মধ্যেই রোগী সেজে ঢুকেছিলেন এক মদ্যপ যুবক। মহিলা স্বাস্থ্যকর্মীর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের কেশপুরে। দোষীর উপযুক্ত শাস্তির দাবিতে ও নিরাপত্তার দাবিতে কেশপুর হাসপাতালে ব্লক মেডিক্যাল অফিসারের দ্বারস্থ স্বাস্থ্যকর্মীর পরিবার ও অন্যান্য উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা।
অভিযোগ চলতি মাসের ১১ তারিখ কেশপুরের দাদপুর উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত অবস্থায় এক মহিলা স্বাস্থ্য কর্মীকে রোগী সেজে শ্লীলতাহানি করেন এক মদ্যপ যুবক। ওই স্বাস্থ্যকর্মীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ধরে ফেলেন ওই যুবককে। তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এরপর ওই মহিলা স্বাস্থ্যকর্মী গোটা বিষয় জানায় তাঁর স্বামী ও পরিবারের সদস্যদের।
কর্মসূত্রে মহিলা কেশপুরে থাকলেও তাঁর আদি বাড়ি পুরুলিয়ায়। ঘটনার পরদিন স্বাস্থ্যকর্মীর পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয় কেশপুর থানায়। এরপর মঙ্গলবার বিএমওএইচ এর দারস্থ হন নির্যাতিতার পরিবার ও কেশপুর ব্লকের অন্যান্য উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মীরা। ঘটনার পর রীতিমত উদ্বেগে স্বাস্থ্যকর্মীর পরিবার। ভয়ে স্বাস্থ্যকর্মীকে অন্যত্র বদলির আবেদনও জানানো হয়েছে পরিবারের তরফে। ইতিমধ্যেই গোটা বিষয় নিয়ে বৈঠকে বসেছেন স্বাস্থ্য আধিকারিকরা।