Kharagpur: তুমুল ঝড়, সঙ্গে শিলাবৃষ্টি, ১ ঘণ্টার উপর দাঁড়িয়ে করমণ্ডল এক্সপ্রেস

Kharagpur: মঙ্গলবার রাত ৮ টার পর ঝড় বৃষ্টি শুরু হয়। সঙ্গে পড়তে থাকে শিলা। লাইনের উপর ভেঙে পড়ে গাছের ডাল। যার কারণে লাইন বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য। রেলের তরফে জানানো হয়েছে, খড়গপুর এলাকার কাছাকাছি প্রবল বজ্রপাত এবং শিলাবৃষ্টির কারণে, কলাইকুন্ডা, নিমপুরা, হিজলি, গোকুলপুর এলাকায় ওভারহেডে সমস্যা তৈরি হয়।

Kharagpur: তুমুল ঝড়, সঙ্গে শিলাবৃষ্টি, ১ ঘণ্টার উপর দাঁড়িয়ে করমণ্ডল এক্সপ্রেস
ট্রেন আটকে Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 18, 2025 | 10:59 PM

খড়গপুর: ঝড় সঙ্গে শিলা বৃষ্টি। যার জেরে ব্যহত ট্রেন চলাচল। করমণ্ডল এক্সপ্রেস সহ বেশ কয়েকটি এক্সপ্রেস ও লোকাল ট্রেন থমকে যায় খড়গপুর ডিভিশনে। জানা যাচ্ছে, করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনের পেন্টোগ্রাফের উপরে পড়ে যায় গাছ। যার জেরে সাময়িক আটকে পড়ে ট্রেন। রেলকর্মীরা দ্রুততার সঙ্গে সেই গাছ সরানোর কাজ শুরু করেন। এক ঘণ্টা বাদে স্বাভাবিক হয় পরিষেবা।

মঙ্গলবার রাত ৮ টার পর ঝড় বৃষ্টি শুরু হয়। সঙ্গে পড়তে থাকে শিলা। লাইনের উপর ভেঙে পড়ে গাছের ডাল। যার কারণে লাইন বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য। রেলের তরফে জানানো হয়েছে, খড়গপুর এলাকার কাছাকাছি প্রবল বজ্রপাত এবং শিলাবৃষ্টির কারণে, কলাইকুন্ডা, নিমপুরা, হিজলি, গোকুলপুর এলাকায় ওভারহেডে সমস্যা তৈরি হয়। আটকে পড়ে ট্রেন। করমণ্ড ল ছাড়াও জগন্নাথ,রানি শিরোমণি ট্রেন আটকে যায় বিভিন্ন স্টেশনে। লাইন মেরামতের পর ট্রেন চলাচল শুরু হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবারই বৃষ্টি শুরুর পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই বৃষ্টিতে ভিজতে পারে বিস্তৃর্ণ এলাকা। আবহাওয়া দফতর বলছে, রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হতে পারে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। সেই পূর্বাভাস সত্যি করেই বৃষ্টি হল এদিন।