ঘাটাল: পঞ্চায়েত নির্বাচনের জয় উদযাপন করতে বিজয় মিছিল বেরিয়েছিল তৃণমূলের। সেই মিছিল থেকেই স্থানীয় ক্লাবে হামলার অভিযোগ উঠল। রবিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের কুঠিঘাট এলাকায়। রবিবার বিকালে ওই এলাকার ক্লাবে তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় ক্লাবের ভিতরে থাকা জিনিসপত্র। ট্রফি-সহ একাধিক সরঞ্জাম। ঘটনা নিয়ে বিজেপি বিধায়ক জানিয়েছেন, ওই ক্লাবে বিজেপি সমর্থকরা থাকতেন। সে জন্যই হামলা চালানো হয়েছে। ঘটনার খবর পেয়ে ওই ক্লাবে ছুটে গিয়েছিলেন ওই এলাকার তৃণমূলের প্রভাবশালী এক নেতা।
তৃণমূলের বিজয় মিছিল থেকে ক্লাবে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘাটাল ব্লকের কুঠিঘাট এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে পরিস্থিতির সামাল দেয়।
ঘটনার পর ক্লাব পরিদর্শনের যান ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। তাঁর দাবি, বিজেপি সমর্থকরা ওই ক্লাবে থাকতেন বলেই ক্লাবে হামলা চালিয়েছে তৃণমূল। তিনি বলেছেন, “তৃণমূলের বিজয় মিছিল থেকে আমাদের কর্মীদের উপর হামলা চলে। ওই ক্লাবের অধিকাংশ সদস্যই আমাদের সমর্থক। ঘাটালের শান্তপ্রিয় এলাকা অশান্ত করার চেষ্টা চলছে। ঘাটালের মানুষ আগামী দিনের নির্বাচনে বুঝিয়ে দেবে তৃণমূলকে। পুলিশকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। ব্যবস্থা না নিলে আমরা আন্দোলনে নামব।”
দলীয় কর্মীদের এমন কীর্তি ঘটনার খবর পেয়ে ক্লাবের পাশে দাঁড়ালোন তৃণমূল নেতা। ঘাটালের জেলা পরিষদের জয়ী তৃণমূল প্রার্থী শঙ্কর দোলই গিয়েছিলেন ভাঙচুর হওয়া ক্লাবে। সেখানে গিয়ে ক্লাব সদস্যের সঙ্গে কথা বলেন তিনি। এমনকি আগামী দিনে এই ধরনের ঘটনা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।