
ঘাটাল: রেজাল্ট বের হতে না হতেই চরম সিদ্ধান্ত। রেজাল্ট বেরোনোর পরেই ঘরের সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর। চাঞ্চল্যকর ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের বিসিংহ গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুরে। এখানেই বাড়ি ঋতম ঘোষের। এবার সে শ্রী অরবিন্দ বিদ্যামন্দির থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। এদিনই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বাড়ি থেকে। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
পরিবার সূত্রে জানা যাচ্ছে, এবার ঋতম মাধ্যমিকে ৩৪৭ নম্বর পেয়েছিল। রেজাল্টা দেখার পরেই মন খারাপ হয়ে গিয়েছিল ঋতমের। পরিবারের লোকজন বলছেন, আরও একটু ভাল ফল আশা করেছিল ঋতম। কিন্তু, তাই বলে সে এত বড় সিদ্ধান্ত নিয়ে নেবে তা ভাবতে পারেননি কেউ।
খবর পেয়ে বাড়িতে আসে ঘাটাল থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন ঋতমের বাবা রবীন্দ্রনাথ ঘোষ। শোকের ছায়া গোটা পরিবারেই। শোকের আবহ স্কুলেও। শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক গৌতম জানা বলছেন, “ছেলেটি খুব ভাল ছিল। ভাল ছাত্র ছিল। কিন্তু এভাবে আত্মহত্যার পথ বেছে নেবে ভাবতে পারিনি।” শোকের ছায়া স্কুলের শিক্ষা কর্মীদের মধ্যেও। স্কুলের গ্রুপ ডি স্টাফ অশোক কুমার মাইতি বলছেন, “আমার পাশের গ্রামের ছেলে। বাবা-মা ওর খুবই সচেতন ছিলেন। রোজই খোঁজ-খবর নিতেন। কেন যে ছেলেটা এমন করল বুঝতে পারছি না।”