Kharagpur: ‘এখন ঘরে-ঘরে মাফিয়া’, জেল থেকে বেরিয়েই বিস্ফোরক খড়্গপুরের ‘ডন’ রামবাবু

Debabrata Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 15, 2023 | 8:04 PM

Kharagpur: গত ২৭ জুন মেদিনীপুর চতুর্থ দায়রা ও জেলা সেশন জজ বেকসুর খালাসের নির্দেশ দেন বাসব রামবাবুকে। এছাড়াও আরও ১২ জন ছাড়া পান।

Kharagpur: এখন ঘরে-ঘরে মাফিয়া, জেল থেকে বেরিয়েই বিস্ফোরক খড়্গপুরের ডন রামবাবু
রামবাবু
Image Credit source: Tv9 Bangla

Follow Us

খড়্গপুর: তাঁর বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। এলাকার লোকে তাঁকে ‘ডন’ বলেই চেনেন। সেই বাসব রামবাবুই বলছেন, “যুব সমাজকে কন্ট্রোল করা যাচ্ছে না। সব রাজনৈতিক দলকে এক হতে হবে। সমাজের কিছু ভাল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। পুলিশের সহযোগিতায় পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে। তাতে পরিস্থিতি স্বাভাবিকভাবে ভাল হয়ে যাবে।”

গত ২৭ জুন মেদিনীপুর চতুর্থ দায়রা ও জেলা সেশন জজ বেকসুর খালাসের নির্দেশ দেন বাসব রামবাবুকে। এছাড়াও আরও ১২ জন ছাড়া পান। বস্তুত, ২০১৭ সালের ১১ জানুয়ারি খুন হন এক দুষ্কৃতী শ্রীনু নাইডু। সেই মামলায় সাড়ে ছ বছর পর জেল থেকে বেকসুর খালাস পান রামবাবু। বাড়ি ফিরে তিনি সাংবাদিক বৈঠক করে বলেন, তাঁকে ফাঁসানো হয়েছে। তবে তাঁর বক্তব্য, “এখন খড়্গপুরের পরিস্থিতি বদলালেও ঘরে ঘরে তৈরি হয়েছে মাফিয়া।” এছাড়াও তিনি বলেন, আগামীতে তাঁর জমি, প্রমোটিং, স্ক্র্যাপের ব্যবসা করার ইচ্ছা রয়েছে।

রামবাবু বলেন, “আমি নির্দোষ। আমার সঙ্গে বাকি ১২ জন ছাড়া যারা পেয়েছে তারা কী করল আমার কিছু জানা নেই। খড়্গপুরের শান্তির জন্য পুলিশকে সহযোগিতা করতে প্রস্তুত। তবে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। আমি এই ধরনের মাফিয়া বা গ্যাংস্টারদের সমর্থন করি না। করব না। কেউ বলতে পারবে না আমি ভয় দেখিয়ে টাকা তুলেছি। আগামী দিনে খড়্গপুরের গরিবদের মেয়েদের বিয়ের জন্য পাশে দাঁড়াব। যেমন আগেও দাঁড়াতাম। আপনারা এতদিন রামবাবু নিয়ে যা শুনেছেন তা আর হবে না। নতুন জীবনে পথ চলা শুরু করছি। আমি কী ধরনের মানুষ তা খড়্গপুরের মানুষ জানেন।”

এরপর তৎকালীন পুলিশ সুপার ভারতী ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেন রামবাবু। তিনি বলেন যে, রামবাবুকে জোর করে গ্রেফতার করা হয়েছে। এমনকী দিলীপ ঘোষের নাম জড়ানো হয়েছিল। কিন্তু তিনি নেতা বলে গ্রেফতার করেনি।

Next Article