Mamata Banerjee: ‘চক্রান্ত হয়েছে, ফাঁস করব’, মুর্শিদাবাদে হিংসা কবলিত এলাকায় মে মাসে যাচ্ছেন মমতা
Mamata Banerjee: "আমরা কেউ দাঙ্গা চাই না। ধূলিয়ানের দুটো ওয়ার্ডে হয়েছে। সেটাও বহিরাগতরা স্থানীয় কিছু লোককে সঙ্গে নিয়ে করেছে। কীভাবে করেছেন, সবটা ফাঁস করে দেব আমরা। কিন্তু মারা গিয়েছেন যাঁরা, তাঁদের পরিবারকে কথা দিয়েছি ১০ লক্ষ টাকা করে দেব।"

গোয়ালতোড়: মে মাসের প্রথম সপ্তাহেই হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়ালতোড়ের সরকারি প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চ থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। হিংসা বিধ্বস্ত এলাকায় অশান্তির নেপথ্যেও বহিরাগত তত্ত্ব খাড়া করেছেন তিনি। তাঁর বক্তব্য, “বহিরাগতরা স্থানীয়দের সঙ্গে নিয়ে হামলা চালিয়েছে। চক্রান্ত হয়েছে, সবটা ফাঁস করব।”
মুখ্যমন্ত্রী বলেন, “মুর্শিদাবাদে যে দাঙ্গা হয়েছে, সেটা দুঃখজনক। আমরা কেউ দাঙ্গা চাই না। ধূলিয়ানের দুটো ওয়ার্ডে হয়েছে। সেটাও বহিরাগতরা স্থানীয় কিছু লোককে সঙ্গে নিয়ে করেছে। কীভাবে করেছেন, সবটা ফাঁস করে দেব আমরা। কিন্তু মারা গিয়েছেন যাঁরা, তাঁদের পরিবারকে কথা দিয়েছি ১০ লক্ষ টাকা করে দেব। তাঁদের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব এমপি-রা নিয়েছেন। প্রয়োজনে রাজ্য সরকারও নিতে পারে। যাঁদের বাড়ি ভেঙে গিয়েছে, তাঁদের বাংলার বাড়ি হবে। দোকানদারদের যা ক্ষতি হয়েছে, আমরা সার্ভে করছি। আমি মে মাসের প্রথম সপ্তাহে যাচ্ছি, তখন গিয়ে দেখে বাদবাকিটা করে দিয়ে আসব।”
প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে মারাত্মক বিধ্বস্ত হয় মুর্শিদাবাদের সুতি, সামসেরগঞ্জ, ধূলিয়ান। ওয়াকফ আইনের প্রতিবাদে যে আন্দোলন শুরু হয়, তা বিধ্বংসী আকার নেয়। চলে বেপরোয়া ভাঙচুর, আগুন, লুঠপাট। ঘরছাড়া হন বহু পরিবার। প্রথম থেকেই তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেছিলেন, বিশেষ একটি রাজনৈতিক দলের সক্রিয়তায় বিএসএফের একাংশের মদতে বহিরাগতরা ঢুকে অশান্তি করেছে। এবার সেই তত্ত্বই তুলে ধরলেন মমতা।
বিরোধীদের তরফ থেকে বারবার এই প্রশ্ন উঠছিল, এতটা হিংসা বিধ্বস্ত হওয়া পর, এতগুলো পরিবার ঘরছাড়া হওয়ার পরও কেন সেখানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী? সোমবারই হিংসা বিধ্বস্ত এলাকায় যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সেখানে বিএসএফ ক্যাম্প করার আশ্বাস দিয়েছেন। তবে সেক্ষেত্রেও রাজ্য সরকারের অনুমতি রয়েছে, তাই তিনি সেই মর্মে নিজের প্যাডে চিঠিও করবেন বলে জানিয়ে এসেছেন। জাফরাবাদে নিহত বাবা-ছেলের বাড়িতেও যান সুকান্ত। ঘরহারা, হিংসা কবলিতদের সঙ্গে কথা বলেন। তার আগে ওই এলাকায় যান জাতীয় মহিলা কমিশন।

