Ghatal: জল ভেবে রান্নায় ঢেলে দিয়েছিলেন অ্যাসিড, অতঃপর যা হল…

Paschim Medinipur: রত্নেশ্বরবাটি গ্রামের বাসিন্দা সন্নু সন্ন্যাসী। তিনি পেশায় রূপোর কারিগর। সেই সুবাদে বাড়িতে রাখা ছিল অ্যাসিড। রবিবার দুপুরে বাড়ির মহিলারা রান্না করছিলেন। সেই সময় ভুলবসত জল ভেবে সেই পাত্রে রান্না করে ফেলেন। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন পরিবারের সকলে। গুরুতর হন একই পরিবারের তিনজন শিশু।

Ghatal: জল ভেবে রান্নায় ঢেলে দিয়েছিলেন অ্যাসিড, অতঃপর যা হল...
পশ্চিম মেদিনীপুরে অসুস্থ অনেকেImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 24, 2025 | 4:56 PM

ঘাটাল (পশ্চিম মেদিনীপুর): একটুখানির ভুল যে কত বড় বিপদ ডেকে আনতে পারে তার জলন্ত উদাহরণ উঠে এল ঘাটাল থেকে। সেখানে রান্নায় জল ভেবে এক মহিলা দিয়ে ফেলেছিলেন অ্যাসিড। আর সেই খাবার খেয়ে অসুস্থ তিনজন শিশুসহ পরিবারের ছ’জন। পশ্চিম মেদিনীপুরে ঘাটালের রত্নেশ্বরবাটি গ্রামের ঘটনা।

রত্নেশ্বরবাটি গ্রামের বাসিন্দা সন্নু সন্ন্যাসী। তিনি পেশায় রূপোর কারিগর। সেই সুবাদে বাড়িতে রাখা ছিল অ্যাসিড। রবিবার দুপুরে বাড়ির মহিলারা রান্না করছিলেন। সেই সময় ভুলবসত জল ভেবে সেই পাত্রে রান্না করে ফেলেন। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন পরিবারের সকলে। গুরুতর হন একই পরিবারের তিনজন শিশু। এরপর রবিবার সন্ধ্যা নাগাদ তড়িঘড়ি তাঁদের ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, একটি বাচ্চা গুরুতর অসুস্থ। পরে অবশ্য সঙ্কটজন অবস্থা ছ’জনকে রবিবার রাতে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

পরিবারের এক মহিলা বলেন, “দিদি জানে না। নতুন এসেছেন। এবার উনি রান্নায় কী করছেন উনিই যাবেন। তিনটে বাচ্চা রয়েছে।” প্রসঙ্গত, খাবার খেয়ে এভাবে অসুস্থ হওয়ার ঘটনা নতুন কিছু নয়। কখনও পানীয় জল থেকে, কখনও আবার খাবার খেয়েও এই ধরনের ঘটনা ঘটেছে। কখনও আবার খিচুড়ি খেয়েও অসুস্থ হয়ে পড়েছিলেন অনেকে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এমন ধরনের ঘটনা সামনে এসেছিল। কেউ বমি করেছেন, কারও জ্বর কারও আবার পেটে ব্যথা। তবে পশ্চিম মেদিনীপুরের এই ঘটনা কার্যত ভয়াবহ।