Medinipur: গ্রামের আড়াই কিলোমিটার রাস্তার কাজ অসম্পূর্ণ, গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ

Ashim Bera | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 30, 2024 | 2:55 PM

Medinipur: এই গ্রাম পঞ্চায়েতের আসকান্দা থেকে টুকুরিয়া পাঠ স্কুল পর্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল। কিছুদিন আগে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে রাস্তার কাজ শুরু হলেও মাঝপথে অসমাপ্ত রাস্তার কাজ।

Medinipur: গ্রামের আড়াই কিলোমিটার রাস্তার কাজ অসম্পূর্ণ, গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ
রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ
Image Credit source: TV9 Bangla

Follow Us

মেদিনীপুর:  দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা। দ্রুত রাস্তা মেরামতের দাবিতে গ্রাম পঞ্চায়েত অফিস কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। বিক্ষোভের জেরে  দীর্ঘক্ষণ পর্যন্ত বন্ধ থাকল গ্রাম পঞ্চায়েত দফতর। বিক্ষোভ তুলতে এসে  তিন কিলোমিটার রাস্তা ঘুরে দেখেন আনন্দপুর থানার ওসি দয়াময় মাঝি। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুর থানার তিন নম্বর আমপুর গ্রাম পঞ্চায়েতের।

জানা গিয়েছে, এই গ্রাম পঞ্চায়েতের আসকান্দা থেকে টুকুরিয়া পাঠ স্কুল পর্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল। কিছুদিন আগে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে রাস্তার কাজ শুরু হলেও মাঝপথে অসমাপ্ত রাস্তার কাজ। তারপরেও প্রায় এক কিলোমিটারেরও বেশি কাদা মাটির রাস্তা।

গ্রামের বাসিন্দাদের দাবি, একাধিকবার প্রশাসনকে বছর পর বছর জানিয়ে এলেও রাস্তা মেরামতের কোনও উদ্যোগেই নেয়নি প্রশাসন। অগত্যা কোনও উপায় না পেয়ে তাই এই বিক্ষোভ। দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভের জেরে অবরুদ্ধ গ্রাম পঞ্চায়েতের পরিষেবা। তবে এই বিক্ষোভ যে যুক্তিসঙ্গত, তা স্বীকার করে নিয়েছেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।

এবিষয়ে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্যামাপদ পাখিরার বক্তব্য, ” রাস্তার কাজ অর্ধসমাপ্ত অবস্থায় রয়েছে। সত্যিই সমস্যা হচ্ছে সকলের। এটা একটা গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা। আড়াই কিলোমিটার রাস্তা অসম্পূর্ণ। এটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তৈরি হচ্ছিল। চার বছর ধরে রাস্তার এই অবস্থা। যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, সঙ্গত কারণেই করছেন।”

Next Article