মেদিনীপুর: হস্টেলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ৪০-৫০ জন ছাত্রছাত্রী। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পাচরা বিদ্যাসাগর বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের হস্টেলে। ছাত্রছাত্রীদের অভিযোগ, রাতের খাবার খাওয়ার পর তাঁরা ঘুমিয়ে পড়ে, তবে শুক্রবার সকাল থেকেই অসুস্থতা বোধ করে কয়েকজন ছাত্রছাত্রী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অসুস্থতার সংখ্যা। স্কুলে যাওয়ার পর বমি, পায়খানা ও পেটের যন্ত্রণা শুরু হয় ছাত্রছাত্রীদের।
এরপরই স্কুল কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অসুস্থ ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে ভর্তি করে পাঁচখুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। বর্তমানে এখানে ভর্তি রয়েছেন প্রায় ৪০-৫০ জন ছাত্রছাত্রী। ছাত্রছাত্রীরা জানায়, বৃহস্পতিবার দুপুরের খাওয়ার তাঁদের খাওয়ানো হয়েছিল, তরকারি টক হয়ে গিয়েছিল, কিছু বুঝতে না পেরে খেয়ে নিয়েছিল তাঁরা। এনিয়ে অভিভাবকদের মধ্যেও দেখা দিয়েছে ক্ষোভ। অন্যদিকে এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক জানান, কেন এ ধরনের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এক অভিভাবক বলেন, “আমরা কোন ভরসায় ছাত্রদের রাখব। পরিস্থিতি যা হচ্ছে, তাতে তো পাঠাতেই ভয় করবে। ” বিষয়টা স্বীকার করে নিয়েছেন প্রধান শিক্ষক অরূপ দাস। তিনি বলেন, “রাতের খাবার খাওয়ার পর থেকে সকালে অনেক বাচ্চার বমি পায়খানা হচ্ছিল। ১৬০ জন বাচ্চার মধ্যে ৪০ জনের এই অবস্থা হয়। তাদের মধ্যে ৬-৭ জনের জ্বর আসে। বাকিরা সুস্থ। তবে এরপর যাতে এ ধরনের পরিস্থিতি তৈরি না হয়, তার দিকে খেয়াল রাখব।”