Medinipur: স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, শোকজ ৫ জন

Debabrata Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 19, 2024 | 10:51 AM

Medinipur: এই বিষয় নিয়ে তখন মেদনীপুর পৌরসভার পৌরপ্রধান জানিয়েছিলেন অবশ্যই এটা একটা ভুল । এরপরই পুরসভার তরফে তিন জনের একটি বিশেষ তদন্ত কমিটি গঠণ করা হয়। সেই তদন্ত কমিটি তদন্ত করার পর সোমবার সন্ধ্যায় পুরসভার পুরপ্রধান সৌমেন খান পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা পাঁচ জনকে শো-কজ করেন।

Medinipur: স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, শোকজ ৫ জন
মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ
Image Credit source: TV9 Bangla

Follow Us

মেদিনীপুর: মেদিনীপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগের জেরে পুরসভার স্বাস্থ্য বিভাগের পাঁচ জনকে শো-কজ করল মেদিনীপুর পুরসভা। মেদিনীপুর পুরসভার স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ তুলেছিল মেদিনীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চণ্ডী প্রসাদ দত্ত। তার অভিযোগ, গত ২৮ শে অক্টোবর মেদিনীপুর পৌরসভার স্বাস্থ বিভাগে ডাক্তার দেখানোর পর তার প্রেসক্রিপশনে যে ওষুধ লিখে দেওয়া হয়েছিল গত কয়েকদিন আগে সেই ওষুধ নিতে মেদিনীপুর পুরসভার স্বাস্থ্য বিভাগে যান চণ্ডী প্রসাদ দত্ত। কিন্তু অভিযোগ তাঁকে যে ওষুধ দেওয়া হয়, তা মেয়াদ উত্তীর্ণ। অর্থাৎ গত অক্টোবর মাসেই সময় অতিক্রান্ত হয়েছে ওষুধের। তিনি ওষুধ নিয়ে আসার পর বাড়িতে দেখেন সমস্ত ওষুধগুলি মেয়াদ উত্তীর্ণ।

এই বিষয় নিয়ে তখন মেদনীপুর পৌরসভার পৌরপ্রধান জানিয়েছিলেন
অবশ্যই এটা একটা ভুল । এরপরই পুরসভার তরফে তিন জনের একটি বিশেষ তদন্ত কমিটি গঠণ করা হয়। সেই তদন্ত কমিটি তদন্ত করার পর সোমবার সন্ধ্যায় পুরসভার পুরপ্রধান সৌমেন খান পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা পাঁচ জনকে শো-কজ করেন।

আগামী তিন দিনের মধ্যে স্বাস্থ্য দফতরের ওই পাঁচ জনকে উত্তর দিতে বলা হয়েছে, নতুবা তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলুন সব জানিয়ে দিয়েছেন পুরপ্রধান সৌমেন খান ।

Next Article