Medinipur: ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে ছিনতাই, চাঞ্চল্য মেদিনীপুরে

Debabrata Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 02, 2023 | 3:01 PM

Medinipur: দোকানি বাড়ির মুখে পৌঁছানোর আগেই তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে পকেট থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। দুষ্কৃতীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় দোকানির।

Medinipur: ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে ছিনতাই, চাঞ্চল্য মেদিনীপুরে
এই ব্যবসায়ীর সঙ্গেই ঘটনাটি ঘটে
Image Credit source: TV9 Bangla

Follow Us

পশ্চিম মেদিনীপুর: বাড়ির ওঠানে ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে দুঃসাহসিক ছিনতাই খড়্গপুরে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার বিদ্যাসাগরপুর এলাকায়। মঙ্গলবার রাতে মৃগাঙ্ক বিশ্বাস নামে এক ব্যবসায়ীর সঙ্গে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে, তাঁর বাড়ির অদূরেই দোকান। রাতে নির্দিষ্ট সময়েই দোকান বন্ধ করে বাড়ির দিকে আসছিলেন তিনি। অভিযোগ,  সেসময়ে এক দুষ্কৃতী হাতে বন্দুক নিয়ে দেওয়ালের আড়ালে অন্ধকারে লুকিয়েছিল। মৃগাঙ্ক বাড়ির মুখে পৌঁছানোর আগেই পিছন থেকে এসে তাঁর পথ আটকায় দুষ্কৃতী। তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে পকেট থেকে টাকা নেওয়ার চেষ্টা করে।

হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না মৃগাঙ্ক। দুষ্কৃতীর সঙ্গেই ধস্তাধস্তি শুরু হয় তাঁর।অভিযোগ, দুষ্কৃতী দোকানির জামার পকেট ছিঁড়ে দিতেই টাকা মাটিতে পড়ে যায়। এবং মাটিতে পড়ে যায় বন্দুকটিও । চিৎকার চেঁচামেচি হতেই বাড়ির ভেতর থেকে পরিবারের সদস্যরা দৌঁড়ে আসেন। দুষ্কৃতী বন্দুক না নিয়েই টাকা নিয়ে চম্পট দেয়। পরিবারের পক্ষ থেকে খড়গপুর টাউন থানায় খবর দিলে পুলিশ পৌঁছে ওই বন্দুকটি উদ্ধার করে। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন। ৭ হাজার টাকা ছিনতাই হয়েছে। এই ঘটনার পর তাঁরা আতঙ্ক রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী। আতঙ্কে তাঁর পরিবারের সদস্যরাও।

Next Article